শখের ফটোগ্রাফি।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। দিনগুলো কেমন যেন খুব দ্রুতই কেটে যাচ্ছে। এইতো আর কিছুদিন এর মধ্যেই শীত চলে আসবে। চারিদিকে অন্ধকার কুয়াশাচ্ছন্ন সকাল। ইস ভাবলেই যেন কেমন লাগছে। এই দিনগুলোর অপেক্ষা করছি। আজ অনেকদিন পর আবার একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। ঢাকা আসার পরে একেবারেই বাইরে বের হয় না । সেজন্য ফটোগ্রাফি খুব একটা করি না। আপনাদের সঙ্গে ফটোগ্রাফি পোস্টও শেয়ার করে নেওয়া হয় না। যাইহোক গত মঙ্গলবার আমি একটা কাজে বিশেষ এক জায়গা গিয়েছিলাম। সেদিন বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। আজ সেই ফটোগ্রাফি গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আশাকরি আপনাদের ভালো লাগবে।
- ১৭ তারিখ মঙ্গলবার। ট্রেনের জন্য আমি টাঙ্গাইল স্টেশনে বসে আছি। আমার ট্রেন চারটার সময়। হঠাৎ দেখি ৩ টার দিকে ট্রেন আসলো এবং থেমে গেল। কিন্তু দেখি নাম লেখা রয়েছে মৈত্রী এক্সপ্রেস। হ্যা এই ট্রেনটা ঢাকা থেকে কলকাতা যায়। কিন্তু কোথাও আর স্টপেজ নেই। মন হয় কোন যান্ত্রিক ক্রটির কারণে সেখানে দাঁড়িয়েছিল তবে বেশিক্ষণ না মাএ ১০ মিনিট। ঐ সময়ে আমি কিছু ফটোগ্রাফি করি ট্রেন টার। ট্রেন টা পুরোটা প্রথম শ্রেণির কামড়া।
- এটা হলো টাঙ্গাইল স্টেশন। টাঙ্গাইল স্টেশন টা শহর থেকে একেবারে বাইরে দিকে। এবং এখানে খুব একটা লোকের ভীড় হয় না ট্রেনের সময় ছাড়া। স্টেশন টা খুব একটা বড় না। তবে বেশ সুন্দর এবং পরিষ্কার। স্টেশন টার দুইটা প্লাটফর্ম রয়েছে। ট্রেন আসতে অনেক দেরি সেই সময়ে আমি স্টেশন এর বেশ কিছু ফটোগ্রাফি করি। লোকজনের ভীড় নেই সেজন্য স্টেশন টা আমার কাছে একটু বেশিই ভালো লেগেছে।
- এটা কী বলতে পারেন?? হ্যা এটা হলো ফালুদা। ফালুদা আমার অনেক পছন্দের একটা খাবার। বেশ ভালো লাগে আমার কাছে। বিভিন্ন ধরনের ফল এবং আইসক্রিম এর অসাধারণ একটা কম্বিনেশন হলো ফালুদা। একটা রেস্টুরেন্টে গিয়ে আমি এবং আমার বন্ধু দুপুরের খাবার খাই। মেইন কোর্স শেষ করে আমার বন্ধু লিখন আমার জন্য ডেজার্ট এ ফালুটা অর্ডার করে। আসলেও জানে ফালুদা আমার অনেক পছন্দের। সেজন্যই হয়তো ফালুদা টা অর্ডার করে। ফালুদা টা বেশ ভালো ছিল।
- আমি এবং আমার বন্ধু টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটা রিক্সা নেয়। তারপর চলে যায় আমার গন্তব্যে। কিন্তু সেটা যে এতোটা গ্রামের মধ্যে হবে সেটা ভেবে দেখিনি। রিক্সায় করে মাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমি এই ফটোগ্রাফি টা করি। দুই পাশে অনেক বড় মাঠ এবং মাঝখান দিয়ে ছোট পিচঢালা রাস্তা। বেশ চমৎকার বলতেই হয়। রিক্সা দিয়ে যাওয়ার সময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করি। বেশ চমৎকার লাগছিল পরিবেশ টা।
- তখন বাজে সকাল সাড়ে সাতটা। সবেমাএ সূর্য উঠছে। আমি ট্রেনে বসে আছি। হঠাৎ ছোট একটা ব্রীজের উপর ট্রেনটা থেমে যায়। নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ছোট একটা নদী। ঐ সময়ে আমি এই ফটোগ্রাফি টা ধারণ করি। সকালের এইরকম পরিবেশ সত্যিই বেশ চমৎকার লাগছিল। ঢাকা আসার পরে এই প্রথম একটা ছোট হলেও নদী দেখলাম। সেজন্য বেশ ভালো লাগছিল।
- এটা হলো ঢাকা বিমানবন্দরে রেলওয়ে স্টেশন। আমি সাধারণত ঘুম থেকে উঠি ১০ টার দিকে। কিন্তু সেদিন আমার ট্রেন ছিল সাড়ে ছয়টাই। সেজন্য বাধ্য হয়েই অনেক দ্রুত উঠতে হয়। এরপর চলে যায় স্টেশনে। তখনও সূর্য উঠেনি। হালকা ঠান্ডা অনূভূত হচ্ছে। পাশাপাশি সকাল টা বেশ চমৎকার লাগছে। উৎসাহের সঙ্গে আমি স্টেশন টা একটু ঘুরে দেখি এবং বেশ কিছু ফটোগ্রাফি করি। তারইমধ্যে কয়েকটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে।
- এটা হলো নয়নতারা ফুল। এটাকে ফাইভস্টার ফুলও বলা হয়ে থাকে। এটার কারণ সাধারণত ফুলটার পাঁপড়ি পাঁচটা অংশে বিভক্ত। এটা সাদা বর্ণেরও হয়ে থাকে। এই ফুলটার ফটোগ্রাফি করেছিলাম আমি বৃষ্টির পরে। বৃষ্টির পরে ফুলটা কী অসাধারণ লাগছিল। কী চমৎকার শোভা ফুলটার।
| ------- | ------ |
|---|---|
| ফটোগ্রাফার | @emon42 |
| ডিভাইস | VIVO Y91C |
| সময় | অক্টোবর ,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।

.png)


দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে ট্রেন লাইনের ফটোগ্রাফি এবং নয়নতারা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
ভাই আপনি আজকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে খুব ভালো লাগে। নয়ন তারা ফুলের ফটোগ্রাফি খুবই অসাধারণ। রেল লাইনের প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন যা হৃদয় ছুঁয়ে যায়। রেল লাইনের প্রাকৃতিক সৌন্দর্য বেশি চমৎকারভাবে উপভোগ করেছেন নিশ্চয়। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বেশ অনেকগুলো ছবি দিয়ে সাজিয়েছেন আজকের পোস্ট, কখনো প্রাকৃতিক দৃশ্য কখনো ফুল চমৎকার ছিল আপনার প্রত্যেকটাই ফটোগ্রাফি।।
বাহ্,দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া। বেশ ভালো লাগলো।চমৎকার ভাবে বর্ননার মাধ্যমে শেয়ার করলেন। বেশ ভালোই লেগেছে।আমার ও ভীষণ ফালুদা পছন্দ। দেখেই তো খেতে ইচ্ছে করছে এখন।ধন্যবাদ আপনাকে শখের কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে খুব সুন্দর হয়েছে। নয়নতারা ফুল এর ফটোগ্রাফি আমার কাছে খুব সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।