You are viewing a single comment's thread from:

RE: নি:সঙ্গ হৃদয় (estrangement)

in আমার বাংলা ব্লগ4 years ago

সম্পূর্ণ কবিতাটির অর্থ খুবই কঠিন ছিল। পুরো কবিতা টা মোটামুটি ভাবে বুঝতে আমার ২ বার পড়া লাগছে।

আমার জীবন মরণ সকাল সাঁঝে,
তুমি, শুধু তুমি প্রিয়, এ বক্ষ মাঝে ।

কবিতাটার মধ্যে এই দুটো লাইন আমার খুব ভালো লেগেছে। একজন মানুষ তার ভালোবাসার মানুষকে সবসময়ই পাশে চায় এই লাইনের অর্থ ছিল সেটাই। সুন্দর একটি কবিতা ছিল দাদা।।