You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ।

in আমার বাংলা ব্লগ4 years ago

আমি যখন প্রথম স্টিম প্লাটফর্মে আসি তখন বাংলাই লিখতাম। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাধ্য হয়ে ইংরেজিতে লেখা শুরু করি। কিন্তু কোনোদিন ব্লগ লিখে এতটা শান্তি লাগে নাই যতটা এখন লাগে। সত্যি নিজের মাতৃভাষায় নিজের মনের ভাব প্রকাশের কী যে আনন্দ সেটা আজ বুঝি। এই কৃতিত্ব সম্পূর্ণ দাদার। আপনার আমন্ত্রণে আমি এই আমার ব্লগে যোগ দিয়েছিলাম। আজ এটা আমার হৃদয়ে বসে গেছে। গতকাল বিশেষ হ‍্যাংআউটে দাদার বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা দেখে আমারও আমার ভাষার প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে। বাংলা আমার মায়ের ভাষা আমি কেন বাংলা বলতে লজ্জা পাব। অনেক সুন্দর লিখেছেন ভাই।।

Sort:  
 4 years ago 

দিন শেষে আমরা সবাই একত্রিত অবস্থানে আছি এটাই অনেক শান্তির।