পটলের ভাজা এবং ভর্তা আমার সবচেয়ে পছন্দ। তবে তরকারির সাথেও পটল অনেক সুস্বাদু হয়ে থাকে। তবে কাঁচা পটল যে মেখে খাওয়া যায় এটা জানতাম না। এটা একদিন শেয়ার করবেন দাদা খাওয়ার চেষ্টা করব।
পটল দিয়ে শোল মাছের রেসিপি টা ভালো তৈরি করেছন দাদা। অন্যদিনের মতোই আজেকেও দারুণ ছিল। সেই সুন্দর উপস্থাপনা সুন্দর পরিবেশনা।