You are viewing a single comment's thread from:
RE: বেশ কিছু ভুলের কারণে চেন্নাইয়ের এই ম্যাচটা হারে পরিণত হলো
আমি সেই ২০১৫ থেকে চেন্নাই সাপোর্ট করি। চেন্নাই আইপিএল এর অন্যতম সেরা দল এবং বতর্মান চ্যাম্পিয়ন। সত্যি এবার যদি কোয়ালিফাই করতে না পারে তাহলে আর আইপিএল দেখা হবে না। গতকাল চেন্নাই যে রান করেছিল সেটা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। এবং পাঞ্জাব দেখেশুনে খেলায় খুব সহজেই জয় টা তুলে নেয়।
তবে ওই পরিস্থিতিতে যা রান করেছিল সেটা যথেষ্ট ছিল। কারণ রানই তো হচ্ছিলো না গতকাল তাদের। রানেও ম্যাচের মোড় ঘোরাতে পারতো, কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে সব ক্ষেত্রে। কারণ একটা ম্যাচে যেখানে ১৫ ওভারের মতো জায়গায় মেইডেন ওভার যায়, সেখানে এই ম্যাচে জয় পাওয়া উচিত , যদি প্রথম দিক থেকে কন্ট্রোল করতে পারতো।