তাদের কথা ছিল টাকা থাকলে সুখ আসবেই
এদের মতো বোকা আমি দেখিনি যারা এটা মনে করে। টাকার চেয়েও গুরুত্বপূর্ণ একটা ছেলের শিক্ষা, ব্যবহার মানসিকতা দেখা। কিন্তু যারা শুধু টাকা দেখে তাদের ক্ষেত্রে এমনটাই হওয়া বাঞ্চনীয়। টাকা কখনোই সকল সুখের মূল না। চমৎকার লিখেছেন ভাই। বেশ ভালো লাগল পড়ে।
ধন্যবাদ ভাইয়া।।উৎসাহ পেলাম আপনার মন্তব্য থেকে।