আপনার পোস্ট টা দেখে যেমন ভালো লাগল তেমনি কিছুটা খারাপ ও লাগল। প্রতিটা সন্তানের ইচ্ছা থাকে তাদের বাবা মা কে তারা এভাবে দেখবে। সাধারণত এই মানুষ গুলো সারাটা জীবন নিজের বাড়িতেই কাটিয়ে দেয়। বাবা কে আর কোথাও নিয়ে যেতে পারব না। কিন্তু সামর্থ্য হলে আমি আমার মা কে প্রাকৃতিক এই সৌন্দর্য গুলো ঘুরিয়ে দেখাব।
মহান সৃষ্টিকর্তা আপনার এমন নেক ইচ্ছে পূরণ করে দিক ভাই। আব্বুর জন্য যে আক্ষেপ আছে, সেটা যেনো আম্মুর বেলায় না থাকে। আন্টিকে নিয়ে খুব সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করার তোফিক দান করুক উপরওয়ালা, সেই দোয়া রইলো ভাই। 😍😍 আমার বাবা মা এর সুস্থতার জন্যও দোয়া করবেন।