খেসারত দিতে থাকি পুরো জীবন জুড়ে।
এইরকম একটা খেসারত আমি এখন দিচ্ছি বলা যায় হা হা। কোন সাহায্য চাইনি। শুধুমাত্র নিজের ভালোর জন্য সে মূহূর্তের মধ্যে আমার সব উপকার, বন্ধুত্ব ভুলে গেল। আমি হয়ে গেলাম অপরিচিত। এটা আমাকে কষ্ট দিয়েছিল। তারপর থেকে মানুষ কে মোটামুটি ঘৃণা করি আমি। জীবনে খারাপ সময় আসা ভালো মানুষ চেনা যায়।