আমরা যখন ছোট ছিলাম মোটামুটি সন্ধ্যা হলেই লোডশেডিং হতো। আর লোডশেডিং হলেই পড়া বাদ। শুরু করে দিতাম লুকোচুরি খেলা। আরেকটু বড় হলে একটু অন্য রকম দুষ্টুমি করতাম। আস্তে আস্তে লোডশেডিং কমে গেল হারিয়ে গেল আমাদের সেই শৈশব সেই সব মূহুর্ত। দারুণ লাগল আপনার পোস্ট টা আপু। অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন।