জীবনের স্ট্রাগল যখন থেকে শুরু করেছিলাম কোন শুক্রবারেই শান্তি পায়নি।
এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি।কোন শুক্রবার আমার ছুটি নেই। আর সপ্তাহের অন্য দিনগুলো তে রয়েছে অফিস হা হা। এই সপ্তাহে বাড়িতে সাহায্য করে ঠিকই করেছেন। কাজটা বেশ দ্রুত এবং ভালোভাবে শেষ হয়ে গিয়েছে।।