এই অনূভুতি হয়তো আমার চেয়ে ভালো কারো জানা নেই। আপনার ভালোবাসার মানুষ টা প্রায়োরিটি লিস্টে উপরে থাকা মানুষ টা যদা একবার এটা বুঝে যায় তাহলে খবর আছে। আমরা তাকে যতটা গুরুত্ব দেয় তারা হয়তো তার একটা অংশ গুরুত্ব আমাদের দেয় না। কষ্ট অনেক হয় খারাপ অনেক লাগে। কিন্তু এসব ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করায় শ্রেয়। অনেক সুন্দর লিখেছেন আপনি।