সিরাজগঞ্জ টোর এনায়েতপুর পাক দরবার শরীফে
Hello Everyone আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন | আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি | প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের সামনে উপস্থাপন করবো| প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের সামনে উপস্থাপন করবো
আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠি | ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে | আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকে যাবো আমরা সিরাজগঞ্জ এনায়েতপুর পাক দরবার শরীফে জিরাতের উদ্দেশ্যে | ১৮ তারিখ রবিবার মোনাজাত | এখানে অনেক মানুষ হয় | ঘুরার মতো অনেক জায়গায় আছে | পাবনা একটা সরকার কলেজ এবং হাসপাতাল আর অনেক জায়গা আছে আমি এর পরের পোস্টে দেখাবো ইনশাআল্লাহ |
মধুপুর দিয়ে আসার সময় দেখতে পেলাম এক আনারসের একটি চত্বর | আর জায়গাটা দেখতে অনেক সুন্দর | মুধুপুর মানের আনারসের কারখানা | কখনো ঘুরতে আসলে দেখতে পারবেন | এই মোড়টা শুধু রাস্তার নয়, হাজারো মানুষের দৈনন্দিন জীবনের মিলনস্থল | শহরের কোলাহলের মাঝেও এই জায়গা নিজের একটা আলাদা পরিচয় ধরে রেখেছে
আমরা এখন আছি যমুনা সেতুর উপরে | আগের মতো যমুনা নদীতে এখন পানি নাই | আমরা যখন ছোট বেলায় আসতাম তখন নদীতে অনেক পানি ছিলো | নৌকা দিয়ে অনেক রাখালরা গরু,ছাগল, ইত্যাদি নিয়ে আসে এনায়েতপুর পাক দরবার শরীফে | প্রায় ৭ লাখ মানুষের আয়োজন | যমুনা সেতু হলো বাংলাদেশের যমুনা (ব্রহ্মপুত্র) নদীর উপর নির্মিত এক বহুমুখী সেতু, যা দেশের পূর্ব ও পশ্চিম অংশকে স্থায়ীভাবে সংযুক্ত করেছে। এটি বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু
তো বন্ধুরা যমুনা পার হয়ে সিরাজগঞ্জ ভেলকুজি বাজার পার হয়ে অবশেষে চলে আসলাম এনায়েতপুর পাক দরবার শরীফে | এখানে গেট গুলা অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজানো হয় | প্রায় ১৮টা গেট করা হয়েছে আর ছবিতে যেটা দেখতে পারছেন এটা হলো ২ নাম্বার | রাতের বেলা গেটের লাইটিং গুলো অনেক সুন্দর লাগে | এখন খাজা ইউনুছ আলি শাহ (রহ) সমর্পকে কিছু কথা বলি | খাজা ইউনুছ আলী শাহ (রহ.) ছিলেন একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, সমাজসংস্কারক ও কামেল ওলি। তিনি ইসলামের মূল শিক্ষা—তাওহীদ, সুন্নাহ অনুসরণ, ন্যায়বিচার ও মানবসেবার দাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তাঁর জীবন ছিল অত্যন্ত সরল ও ত্যাগময়। তার উদ্দেশ্যেই এখানে প্রতি বছর ওরশ শরীফ পালন করা হয়
এনায়েতপুর পাক দরবার শরীফে এসে আমরা এখানে জায়গা পেয়েছি | আমার বন্ধুরা রাখাল হয়ে আসছিলো | আমি আমার বন্ধুর কাছেই থাকার জায়গা পেয়েছি | আজ সারা রাত ঘুরবো এবং মজার মজার খাওয়া দাওয়া করবো আগামী পোস্টে সব দেখাবো ইনশাআল্লাহ |
সবাইকে ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য | আবারও দেখা হবে আগামী পোস্টে

%20By%20Light%20Editz-1~2.jpg)
%20By%20Light%20Editz-1.jpg)
%20By%20Light%20Editz-1.jpg)

%20By%20Light%20Editz-1.jpg)