সিরাজগঞ্জ টোর এনায়েতপুর পাক দরবার শরীফে

Hello Everyone আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন | আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি | প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের সামনে উপস্থাপন করবো| প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের সামনে উপস্থাপন করবো

20260116_103313.jpg

আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠি | ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে | আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকে যাবো আমরা সিরাজগঞ্জ এনায়েতপুর পাক দরবার শরীফে জিরাতের উদ্দেশ্যে | ১৮ তারিখ রবিবার মোনাজাত | এখানে অনেক মানুষ হয় | ঘুরার মতো অনেক জায়গায় আছে | পাবনা একটা সরকার কলেজ এবং হাসপাতাল আর অনেক জায়গা আছে আমি এর পরের পোস্টে দেখাবো ইনশাআল্লাহ |

Riyan_20260116_103900_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1~2.jpg

মধুপুর দিয়ে আসার সময় দেখতে পেলাম এক আনারসের একটি চত্বর | আর জায়গাটা দেখতে অনেক সুন্দর | মুধুপুর মানের আনারসের কারখানা | কখনো ঘুরতে আসলে দেখতে পারবেন | এই মোড়টা শুধু রাস্তার নয়, হাজারো মানুষের দৈনন্দিন জীবনের মিলনস্থল | শহরের কোলাহলের মাঝেও এই জায়গা নিজের একটা আলাদা পরিচয় ধরে রেখেছে

Riyan_20260116_122720_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

Riyan_20260116_122239_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

আমরা এখন আছি যমুনা সেতুর উপরে | আগের মতো যমুনা নদীতে এখন পানি নাই | আমরা যখন ছোট বেলায় আসতাম তখন নদীতে অনেক পানি ছিলো | নৌকা দিয়ে অনেক রাখালরা গরু,ছাগল, ইত্যাদি নিয়ে আসে এনায়েতপুর পাক দরবার শরীফে | প্রায় ৭ লাখ মানুষের আয়োজন | যমুনা সেতু হলো বাংলাদেশের যমুনা (ব্রহ্মপুত্র) নদীর উপর নির্মিত এক বহুমুখী সেতু, যা দেশের পূর্ব ও পশ্চিম অংশকে স্থায়ীভাবে সংযুক্ত করেছে। এটি বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু

IMG_20260116_174820.jpg

তো বন্ধুরা যমুনা পার হয়ে সিরাজগঞ্জ ভেলকুজি বাজার পার হয়ে অবশেষে চলে আসলাম এনায়েতপুর পাক দরবার শরীফে | এখানে গেট গুলা অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজানো হয় | প্রায় ১৮টা গেট করা হয়েছে আর ছবিতে যেটা দেখতে পারছেন এটা হলো ২ নাম্বার | রাতের বেলা গেটের লাইটিং গুলো অনেক সুন্দর লাগে | এখন খাজা ইউনুছ আলি শাহ (রহ) সমর্পকে কিছু কথা বলি | খাজা ইউনুছ আলী শাহ (রহ.) ছিলেন একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, সমাজসংস্কারক ও কামেল ওলি। তিনি ইসলামের মূল শিক্ষা—তাওহীদ, সুন্নাহ অনুসরণ, ন্যায়বিচার ও মানবসেবার দাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তাঁর জীবন ছিল অত্যন্ত সরল ও ত্যাগময়। তার উদ্দেশ্যেই এখানে প্রতি বছর ওরশ শরীফ পালন করা হয়

Riyan_20260116_171155_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

এনায়েতপুর পাক দরবার শরীফে এসে আমরা এখানে জায়গা পেয়েছি | আমার বন্ধুরা রাখাল হয়ে আসছিলো | আমি আমার বন্ধুর কাছেই থাকার জায়গা পেয়েছি | আজ সারা রাত ঘুরবো এবং মজার মজার খাওয়া দাওয়া করবো আগামী পোস্টে সব দেখাবো ইনশাআল্লাহ |

সবাইকে ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য | আবারও দেখা হবে আগামী পোস্টে