বালিকাদার লম্প || ১০% @shy-fox এর জন্য
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কাদা মাটির তৈরী লম্প। লম্প হলো আমাদের প্রাকৃতিক ঐতিহ্য যা আমাদের আদিম মানুষেরা ব্যবহার করে আসতেন । আমি নিজেও লম্প দিয়ে পড়াশোনা করেছি ।কিন্তু বর্তমানে যুবসমাজ হয়তো এই লম্প দেখে নাও থাকতে পারেন কেননা অনেক বছর হয়ে গেছে এই লম্প প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আদিমকালে আমাদের পূর্বপুরুষদের লম্প তাদের হাতিয়ার বলা যেত। কেননা আদিমকালে গ্রাম অঞ্চলে অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকত তাদের থেকে বাঁচতে আগুনের প্রয়োজন ছিল এবং আগুন সঞ্চয় করে রাখার জন্য এই লম্প খুবই ভাল একটি উদাহরণ ছিল । এর ফলে সেই সময় লম্প এর প্রচলন ছিল এখন বর্তমানে ইলেকট্রিক লাইট বাল্ব ইত্যাদি এসেছে বিদায় এগুলো প্রায় বিলুপ্তির পথে। আমরা যেহেতু বাঙালি আমাদের ঐতিহ্যকে আমাদের ধরে রাখা দরকার তাই আজকে আমি আপনাদের মাঝে কাদামাটি দিয়ে লম্ব তৈরি করার প্রসেস টি দেখাবো । আশা করি আপনাদের ভালো লাগবে। এই পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে আমি দেখাবো কিভাবে খুব সহজেই তৈরি করা যায় কাদামাটি দিয়ে লম্প । তবে চলুন বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না দেখে আসা যাক কিভাবে তৈরি করা যায় কাদামাটির লম্প।
# লম্প তৈরি করতে প্রয়োজনীয় উপাদান।
উপাদান | পরিমাণ |
---|---|
কাদামাটি | পরিমাণমতো |
পাটের আঁশ | সামান্য পরিমাণ |
কেরোসিন তেল | সামান্য পরিমাণ |
ধাপঃ-১
প্রথমে বালিকাদা ভালোভাবে হাতের মাধ্যমে সেনে নিতে হবে।
ধাপঃ-২
এবার দুই হাতের তালু দ্বারা অনেকটা গোল করে নিব যেমনটা ছবিতে দেখানো হয়েছে।
ধাপঃ-৩
এবার গোল করা কাদা টির মাথার দিকে হাতের আংগুল দ্বারা গোল করে আলতো করে চাপ দিব।
ধাপঃ-৪
এবার মাথার দিকে সামান্য ডিজাইন করে নিব।
ধাপঃ-৫
এবার আমার কাঙ্খিত লম্পের মাথাটা আলতো করে লম্বা করে নিব।
ধাপঃ-৬
এবার হাতে সামান্য পানি নিয়ে লম্পটিকে ভালোভাবে নেপে নিব।
ধাপঃ-৭
এবার সামান্য পরিমাণ বালিকাদা নিয়ে দুই হাতের তালু দ্বারা রোল করে নিতে হবে,এটির লম্পের হাতা হবে।
ধাপঃ-৮
এবার কাঙ্খিত লম্পের সাথে হাতাটি লাগিয়ে নিব।
ধাপঃ-৯
এবার লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম এবং লম্পের মাথায় সামান্য পরিমাণ পাটের আঁশ এবং কেরোসিন তেল দিয়ে দিলাম এবং সৌন্দর্যের জন্য একটু আগুন লাগিয়ে দিলাম। অবশেষে তৈরি হয়ে গেল বালিকাদার লম্প।
🫂ধন্যবাদ!!!🤵
ফটোগ্রাফার | @emonv |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | VIVO Y12 A |
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
অনেকদিন পর এই জিনিসটি দেখলাম। অনেক ভালো লাগলো। ছোট বেলায় আমার বাড়িতে ছিল এটি। এখন আর দেখাই পাওয়া যায় না এইসব জিনিস। অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। সর্বোপরি আপনার উপস্থাপনা খুব ভালো লেগেছে আমার কাছে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
আপনাদের কাছে ভালো লাগলে আমার শান্তি। আমি বিলুপ্তপ্রায় মৃৎশিল্পকে সবার মাঝে রিপ্লেসমেন্ট করতে চাই। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি মতামত করার জন্য।
ওয়াও ভাই অসাধারণ, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব সে ভাষা হারিয়ে ফেলেছি, বালিকাদার ল্যাম্প আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, আপনি সম্পূর্ণ ইউনিক একটি দায়ী আমাদের মাঝে উপহার দিয়েছেন অনেক খুশি হয়েছি ভাই, প্রতিটি ধাপ আপনি খুব সূক্ষ্মভাবে সম্পন্ন করেছেন সত্যিই প্রশংসার দাবিদার। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
ভাই একটু নিজের মত চেষ্টা করেছি
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।
অপেক্ষায় ছিলাম আপনার মৃৎশিল্পের। এবার টি দারুন হয়েছে। গ্রামাঞ্চলে এই ধরনের কুপি দেখা যায়। ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনি দারুন মন্তব্য করেছেন।
এক কথায় চমৎকার ও অসাধারণ হয়েছে আপনার কাদামাটির ল্যাম্পটা । দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া এগুলো বানানো এত সহজ নয় আমার মতে । আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে মৃৎশিল্প তৈরিতে । আপনার এই অসাধারণ দক্ষতাকে আমি কুর্ণিশ জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। 🙂
অও,দুর্দান্ত হয়েছে ভাইয়া বালিকাদার লম্পটি।আসলে আপনার হাতে করা বিলুপ্ত মাটির কাজগুলো খুবই সুন্দর ও নিপুণ।লম্পটি দারুণ দেখতে লাগছে।ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনার মন্তব্য শেয়ার করার জন্য।
হাতের কাজের দক্ষতা বেশ ভালই লেগেছে আমার কাছে.... আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।