You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগের অফিসিয়াল চ্যারিটি একাউন্ট এর অডিট রিপোর্ট ০৬ (Audit report of official charity account of Amar Bangla Blog 06)

in আমার বাংলা ব্লগ11 months ago

@abb-charity এমন একটি উদ্যোগ যা জীবন রক্ষাকারী। এর মাধ্যমে এ পর্যন্ত বেশ কিছু মানুষকে সহযোগিতা করা হয়েছে যাদের সত্যিই কিছুটা সহযোগিতার প্রয়োজন ছিল।
বিপদ কখন কার দিকে ধেয়ে আসে এটা বলা যায় না, তাই আমাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব চ্যারিটিতে দেয়া উচিত। আর এর মাধ্যমেই আমরা আমাদের নিজেদের নিরাপত্তার জন্য প্রস্তুত থাকতে পারবো। আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত প্রতিষ্ঠাতা rme দাদার কাছে এরকম একটি অসাধারণ উদ্যোগ গ্রহণ করে সদস্যদের পাশে থাকার জন্য। 🙏

সেই মানুষ চিরঞ্জীবী যার প্রশস্ত মন এবং সহযোগিতা করার মানসিকতা রয়েছে।

Posted using SteemPro Mobile