একটা সময়ে আমি প্রচুর বই পড়তাম। বিভিন্ন গল্প কবিতা উপন্যাস এবং অ্যাডভেঞ্চার বইগুলো আরো দারুন লাগতো। দেখা যেত আমার বইয়ের ফাঁকে ফাঁকে বিভিন্ন গল্প এবং উপন্যাসের বইগুলো লুকানো থাকতো। আমি আমার ক্লাসের পড়া শেষ করে লুকিয়ে সেই বইগুলো অনেক রাত অবধি পড়তাম। অথচ মা ভাবতো আমার ছেলে অনেক পড়াশোনা করছে 😄
যাই হোক তখন বই পড়ার একটা নেশা অন্যরকম কাজ করতো।
আসলে দাদার পোস্টটা সেদিন আমিও পড়েছি। আমার এখন তেমন অডিও বুক পড়া হয়নি কারণটা হয়তো ব্যস্ততা কিংবা পারিবারিক ঝামেলা কিংবা অফিসের চাপ। সবকিছু আসলে আমি চাইলে এখন অনেক কিছু করতে পারি না, যা আমার কাছে ভালো লাগে। থাক সে সমস্ত কথা তুমি অডিও বুক নিয়ে বেশ চমৎকার বিশ্লেষণ করলে। আমিও দেখি ইউটিউবে যদি এরকম অডিও বুক পাই সে ক্ষেত্রে হয়তো শুনবো। তোমার কথাগুলো শুনে আমার বেশ আগ্রহ কাজ করছে। অনেক ধন্যবাদ তোমাকে চমৎকার পোস্টটি উপস্থাপন করার জন্য।