You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৭
আমি কল্পনার অন্তরালে
চেয়েছিলাম শুধু তোমাকে,
আমি নিরবতার আড়ালে
ভেসেছিলাম সমুদ্রের জোয়ারে।
তোমার হাসি, তোমার মুগ্ধতা
হৃদয়ে জাগ্রত করেছিলো কল্পনা,
রাতের পর রাত্রি জাগরণে
খুজেঁছিলাম শুধুই তোমাকে।
আমি ভালোবাসার আদলে
খুঁজেছিলাম বিশুদ্ধ প্রেম,
আমি নীলাভ কষ্টের আড়ালে
ভেসেছিলাম সুখের সাগরে।
তোমার চাহনি, তোমার স্নিগ্ধতা
কেটে যায় হৃদয়ের সকল বিষন্নতা,
দিনের পর দিন কেটে যায়
শুধু তোমার প্রনয় প্রতিক্ষায়।
ওয়াও! বেশ সুন্দর লিখেছেন ভাই লাইনগুলো। বিশুদ্ধ প্রেমের জন্য, ভালোবাসার মানুষের জন্য দিনের পর দিন যে কাটিয়ে দেওয়া যায় তা আপনার কবিতার লাইনে সুন্দরভাবে ফুটে উঠেছে।