আমরা কোন কিছুতেই প্রথমেই দক্ষ হতে পারিনা, তবে ধীরে ধীরে চেষ্টা করতে করতে সেটা চমৎকার হয়ে ওঠে। ঠিক তেমনি করে দেখবেন একদিন আপনিও দারুন ফটোগ্রাফার হয়ে উঠবেন।
প্রথম ছবিটাতে সেলিনা সাথী আপুর বই দেখছি 😍
আপনি কতটা রুচিশীল মানুষ তা আপনার চায়ের কাপটা দেখে বোঝা গেলো। আসলে মাটির কাপে চুমুক দিতে হলে মাটির মতো মন হতে হয়।
সত্যিই অসাধারণ লাগলো ছবিগুলো, সেই সাথে আপনার লিখনী।