ঘরে বেশি দিন কলা রাখলে কলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বেশি মজলে কলা আবার খেতে ভালো লাগে না। আপনার ঘরে যেহেতু ঠান্ডা সর্দি লেগে আছে এই সময় পাকা কলা না খাওয়াই ভালো। কলা দিয়ে যে পিঠা বানানো যায় তা আজকে প্রথম দেখলাম। দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছিল। প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন।
কলার পিঠা আমার ভীষণ প্রিয়। খুব মজা খেতে।