You are viewing a single comment's thread from:

RE: আমাদের উদযাপিত শেষ দূর্গা পুজোর কিছু বিশেষ মুহূর্তের আলোকচিত্র (A few photographs of our last celebrated Durga Puja occasion)

in আমার বাংলা ব্লগ3 years ago

পূজোর মেলার কথা মনে করিয়ে দিলেন দাদা।পূজোর সময়গুলোতে সারাটাদিন বন্ধু-বান্ধব মেলায় সময় কাটাতাম। সময় খারাপ যাচ্ছে বিধায় গতবার থেকে তেমনটা একদমই হয়না।ছবিগুলো খুব সুন্দর তুলেছেন।

Sort:  
 3 years ago 

ইশ, ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন । গ্রামের পুজোয় মেলা, বিশাল মাঠে । অসংখ্য খাবার আর খেলনার দোকান , কিন্তু প্রতিদিন হাতে পেতাম মাত্র ২০ টাকা মেলায় খরচ করার জন্য :(

 3 years ago 

টাকা পাওয়া মাত্রই আমার খরচ হতো নাগরদোলায় চড়তে এবং লটারি কাটতে।

 3 years ago 

নাগরদোলায় জীবনেও কোনোদিন উঠিনি আমি খরচ করতাম ছোলা -ঘুগনি , তেলে ভাজা, জিলিপি আর পাঁপড় খেয়ে । আর খেলনার মধ্যে কিনতাম খেলনা পিস্তল, টেনিস বল আর ব্যাট ।

 3 years ago 

এটা কি শোনালেন দাদা? তাহলে তো দেখতেছি মেলার মজাই পাননি।আমাদের কাছে মূল আকর্ষণ ঐ নাগরদোলাই ছিল।একদম উপরে উঠে পুরো এলাকাটা দেখতে পাওয়াটা আরো বেশি উত্তেজনাপূর্ণ ছিল ।

 3 years ago 

ভয় করতো, এখনো করে :(