গতকাল খুব ব্যস্ত সময় পার করলাম মরিচ ক্ষেত ও ভুট্রার ক্ষেতে পানি দিতে গিয়ে ২৮/১২/২০২৫

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে মরিচের ক্ষেত ও ভুট্টার ক্ষেতে পানি দেওয়া সম্পর্কে কিছু কথা শেয়ার করব।

ফটোগ্রাফি মানে শুধু একটি দৃশ্যকে ক্যামেরাবন্দি করা নয়, এটি আসলে অনুভূতিগুলোকে জমিয়ে রাখা।ফটোগ্রাফি আসলে হৃদয়ের ভাষা। এটি কেবল দৃশ্য নয়, স্মৃতি, আবেগ, গল্প, নিরবতা, স্থির সময়, অস্তিত্বের প্রমাণ, দৃষ্টিভঙ্গি, কল্পনা, সত্য, সৌন্দর্য এবং ক্ষণিকের চিরস্থায়িত্ব-কে চিরকালের জন্য আলোকচিত্রের ক্যানভাসে জমিয়ে রাখার শিল্প। ফটোগ্রাফি আসলে নিরবতা থেকেই কথা বলা। এটি চোখের সামনে যা আছে, তার চেয়েও বেশি কিছু তুলে ধরে — তুলে আনে ভালোবাসার দাগ, বিরহের ভার, হাসির অনুরণন, অশ্রুর ইতিহাস এবং আকাঙ্ক্ষার ছায়া। এটি শিল্পীর অন্তর্দৃষ্টির জানালা, যার মাধ্যমে তিনি বিশ্বকে দেখেন এবং নিজেকে দেখান। ফটোগ্রাফি হয়ে ওঠে অস্তিত্বের ডায়েরি, আত্মার আয়না এবং সময়ের সাক্ষী।

20251228_102727.jpg

গতকাল আমি সারাদিন খুব ব্যস্ত সময় পার করলাম । কারণ গতকাল আমাদের মরিচ এবং ভুট্টার খেতে পানি দিতে গিয়ে। এমনিতেই এখন শীতের সময় আর এই শীতের মধ্যে সকালবেলায় মেশিন নিয়ে চলে গেলাম মরিচ এবং ভুট্টার খেতে পানি দেওয়ার জন্য। পানি তোলার জন্য প্রথমে মেশিন কে আমাদের বোডিং এর সাথে সুন্দর করে সেটআপ করে নিলাম তারপর লম্বা একটি পাইপ দিয়ে পানি নিয়ে গেলাম আমাদের জমিতে কারণ মেশিন যেখানে সেটআপ করা ছিল সেখান থেকে একটু দূরে আমাদের ক্ষেত ছিল। তাই পানি দেওয়ার জন্য একটা লম্বা ফিতার পাইপ ব্যবহার করতে হয়েছে

20251228_113330.jpg

20251228_112950.jpg

আমাদের মরিচ খেতে পানি দেওয়া যখন শেষ হলো আমি দেখতে পেলাম অনেকগুলো সাদা বক যেগুলো দেখতে আমার খুব ভালো লেগেছিল। সেই বকগুলো একটু পরেই আমাদের মরিচ খেতে নেমে তারা পোকামাকড় খাচ্ছিল। এই পথগুলো আমাদের ফসলের পোকামাকড় খেয়ে আমাদের ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ‌ তাই এদেরকে না মেরে বরং এরা যাতে আরো সুন্দরভাবে জীবন চলাচল করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। কারণ এরা আমাদের ক্ষতি করার চেয়ে বরং এরা আমাদের ক্ষতির মুখ থেকে রক্ষা করে।

20251228_130926.jpg

তারপর যখন আমাদের মরিচ খেতে পানি দেওয়া শেষ হলো তখন আবার আমরা আমাদের ভুট্টার খেতে পানি দেওয়া শুরু করলাম। দেখতে পেলাম সেখানেও বকগুলো আমাদের ভুট্টার খেতে নেমে তারা আমাদের ফসলের পোকামাকড় খাচ্ছিল। মরিচ খেতে পানি দিতে দিতে প্রায় দিন শেষের দিকে তখন আমরা বিকেল বেলা ভুট্টার খেতে পানি দিতে শুরু করলাম। ভুট্টার খেতে পানি দেওয়ার শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা মরিচ এবং ভুট্টার খেতে পানি দেওয়া শেষ করে সন্ধ্যার সময় সেই মেশিন আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি।

আমি মোঃ ওমর ফারুক , Steemit-এ আমার ব্যবহারকারীর নাম @faruk6090 । আমি একজন বাঙালি হিসেবে গর্বিত। Steemit কেবল আমার জন্য একটি প্ল্যাটফর্ম নয়, এটি আমার ভালোবাসার জায়গা। পড়া, লেখা, ব্লগিং, ফটোগ্রাফি, গান গাওয়া এবং ভ্রমণ আমার প্রিয় জিনিস। প্রতিটি কাজ আমাকে নতুন জীবনযাপন করতে শেখায়, এবং Steemit আমার এই সমস্ত শখ সকলের সামনে তুলে ধরার একটি দুর্দান্ত মাধ্যম।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.