স্বরচিত কবিতা:-"ঈদের খুশি"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঈদের খুশি কবিতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"ঈদের খুশি"
চাঁদের আলো হাসছে মুখে,
খুশির খবর এলো বলে।
রঙিন সকাল, সুবাস ভরা,
ঈদের দিনে আনন্দ সারা।
নতুন কাপড়, মিষ্টি হাসি,
সবাই মিলে সেজে ওঠি।
ছোটরা পায় সালামি ,
মনটা ভরে যায় সারা দিনি।
সাজছে মসজিদ, দিচ্ছে আজান,
স্রষ্টার প্রতি রাখি মান।
প্রার্থনা করি আমরা সবাই,
থাকুক সুখের ছায়।
দুঃখ ভুলে মিলি সবে,
ভালোবাসা দেই ছড়িয়ে।
ঈদ মোবারক, আনো গান,
আনন্দে ভরুক সবার মন।
কবিতার মূলভাব
এই কবিতার মূলভাব হলো ঈদুল ফিতরের আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ। ঈদ শুধুমাত্র নতুন পোশাক ও খাবারের উৎসব নয়, এটি পারস্পরিক ভালোবাসা, দুঃখ ভুলে একত্রিত হওয়া, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং গরিব-দুঃখীদের সহানুভূতির মাধ্যমে প্রকৃত সুখ খোঁজার এক মহান উপলক্ষ। কবিতায় ঈদের খুশি, প্রার্থনা, ছোটদের আনন্দ, এবং সামাজিক বন্ধনের গুরুত্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


.png)


আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ঈদকে কেন্দ্র করে চমৎকার কবিতা লিখেছেন আপু। পুরো একটা মাস রোজা রেখে ঈদের দিনটা আসলে সবাই খুশিতে মেতে ওঠে। ঈদ হলো আনন্দ উৎসব। ঈদের দিন সবাই নতুন জামা নতুন শাড়িতে কি চমৎকার ভাবে সেজে ওঠে। ঈদের খুশির কবিতা পড়ে খুব ভালো লাগলো আপু। খুশির অনুভূতি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।