থানকুনি পাতার চপ দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। থানকুনি পাতার চপ আমি কখনো খাইনি থানকুনি পাতার ভর্তা খেয়েছি। চপ দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। নিশ্চয়ই একবার বাসায় ট্রাই করে দেখব এই থানকুনি পাতার চপ। ধন্যবাদ আমাদের মাঝে এত অসাধারণ একটি রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ ট্রাই করে দেখেন আশা করি অনেক ভালই লাগছে খেতে ধন্যবাদ আপনাকে