সকালবেলা ছেলেকে নিয়ে হাঁটতে যাওয়ার সুন্দর মুহূর্ত।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ শুক্রবার,১১ অক্টোবর ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সকালবেলা ছেলের সাথে হাঁটতে যাওয়ার মুহূর্ত নিয়ে। আজকে সকাল বেলা ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখি বাইরের দিকে হালকা কুয়াশা হয়েছে। আসলে শীতকাল চলে আসছে তো তাই কুয়াশার আবির্ভাব ঘটেছে। এখন সকাল সন্ধ্যা কমবেশি কুয়াশা দেখা যায়। তবে যতদিন যাবে তত বেশি হবে এই কুয়াশার পরিমাণটা। তবে অনেকদিন পর এমন কুয়াশা দেখতে পেয়ে আমার তো খুবই ভালো লাগলো। কিছুক্ষণ পর দেখি আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়লো। তখনই মনে মনে ভেবে নিলাম যে আজকে ওকে নিয়ে একটু বাইরে হাঁটতে যাব। এদিকে আমার শাশুড়ি ও বাড়িতে নেই তারপর আবার শুক্রবার। শুক্রবার যেহেতু স্কুল ছুটির দিন তাই ভাবলাম রান্নাটা একটু পরেই করি। আমি আপনাদের ভাইয়া এবং আমার ছেলে আবু রায়হান আমরা তিনজন বেরিয়ে পড়লাম সকাল সকাল ব্যায়াম করার জন্য। তিনজন হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেললাম। আমাদের বাসা থেকে আমরা যতদূর এসেছি এক কিলোমিটার না হলেও এর অর্ধেকটা তো হবেই। সুন্দর মাঠের মনোরম পরিবেশে আমরা চলে আসলাম। মাঠের ভিতরে যেহেতু কুয়াশা বেশি দেখা যায় তাই কুয়াশার সৌন্দর্য উপভোগ করানোর জন্য আবু রায়হানকে সাথে নিয়ে মাঠের রাস্তায় চলে এলাম। আসলে আমাদের বাড়ি থেকে আমার মায়ের বাড়ি যাওয়ার রাস্তায় এই একটাই। যদি আরো অনেক রাস্তা আছে কিন্তু এই রাস্তাটা একদম সহজ আর সোজা। আমাদের বাড়ি থেকে আমার মায়ের বাড়ি যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। আর যদি ভ্যান বা অন্য গাড়িতে যায় তাহলে ১০ মিনিট লাগে।
তো আমরা তিনজন সকাল সকাল যখন এত সুন্দর পরিবেশে হাঁটতে বের হলাম আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। কেননা অনেকদিন পর এভাবে সকালে হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে পুরনো সেই স্মৃতির কথা মনে পড়ে গেল। যখন ভোরবেলা এই রাস্তা দিয়ে স্কুলে আসতাম প্রাইভেট পড়তে। আসলে আমাদের গ্রামে তেমন উন্নত মানের মাধ্যমিক বিদ্যালয় নেই। তাই আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে আসতে হয় উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য। আমার যেখানে বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি এই গ্রামে তেই আসতাম স্কুলে। তো এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় চার-পাঁচবার যা আশা করা লাগতো। আমাদের বাড়ি থেকে এখানে হেটে আসতে ২০-২৫ মিনিট সময় লাগে। তো রাস্তাটা আমার খুবই পরিচিত আর সব সময় এই রাস্তা দিয়ে মানুষ থাকে। গ্রামের রাস্তা হলেও রাস্তাটা বেশ উন্নত। শীতের সময় বেশিরভাগ মানুষ এই রাস্তাতে সকালে হাঁটতে আসে। প্রাকৃতিক পরিবেশ তার মধ্যে আবার একদম খোলামেলা গ্রামের রাস্তা তাই রাস্তাটা ভীষণ সুন্দর। আমার ছেলে তো একটা গাছের নিচে এসে বসে পড়ল রাস্তার মাঝখানে। এই কয়েকদিন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই রাস্তা একদম পরিষ্কার। তাছাড়াও আমরা একটু দৌড়ে এসেছি তাই আমাদেরও একটু বিশ্রামের প্রয়োজন ছিল সেজন্য আমরা রাস্তার মাঝখানেই বসে পড়লাম। সকাল বেলাতে রাস্তায় ভিড় অনেক কম তাই আমাদের কোন অসুবিধা হয়নি। তবে অনেকদিন পর এভাবে হাঁটতে এসে আমি অল্পতেই যেন ক্লান্ত হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। যেহেতু অনেকদিন এভাবে দৌড়ানো বা সকালে ব্যায়াম করা হয় না। আজকে হঠাৎ করে এমন ব্যায়াম আর হাটাহাটি করে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম।
তবে যখন সবাই একসাথে এভাবে হাসি খুশি ছিলাম আর আবু রায়হানের এত খুশি দেখছিলাম তখন আর এই ক্লান্ত টা যেন ক্লান্ত মনে হচ্ছিল না। হয়তোবা ছেলের জন্য এটা এক অন্যরকম ভালোবাসা অন্যরকম পাওয়া। সন্তানের হাসি মুখ মায়ের জন্য সব ছাড়া সুখের। সন্তান যদি ভালো থাকে তাহলে একটি মা ও বেশ খুশি থাকে। যাইহোক সকালে ছেলের সাথে ও বাইরে হাঁটতে সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। সকালে এভাবে ব্যায়াম করা হাঁটাহাঁটি করা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। প্রতিনিয়ত এভাবে হাঁটাহাঁটি করলে নিজের শরীর ঠিক থাকে। তবে সময় সুযোগ আর পরিস্থিতির মধ্যে দিয়ে হয়ে ওঠেনা। তবে আজকে থেকে আমি ভেবেছি যে মাঝে মাঝে আবু রায়হানকে নিয়ে এভাবে বের হব। যদিও ছুটির দিনগুলোতে ওর আব্বুর সাথে প্রতিনিয়ত বের হয়। তারপরেও আমি যদি যাই তাহলে ও আর একটু হাসি খুশি থাকে। আপনাদের মাঝে আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR











... that is fucking insane... you're using those children as human shields as well ? .
https://x.com/MstFatema137069/status/1976716396068528359?t=f_3DElmLE4vcu3U-FQUaeA&s=19
https://x.com/MstFatema137069/status/1976717258547491285?t=tEF1BfZGh9QOeYZ4s1d44g&s=19
https://x.com/MstFatema137069/status/1976717797821739330?t=E5iIPi0TeVselmUIInwAgQ&s=19
সকালের আবহাওয়া শরীরের জন্য খুবই উপকারী। আর সকাল বেলায় হাঁটতে গেলে ভালোই লাগে। আপনি চমৎকার সময় অতিবাহিত করেছেন আপু।