দারাজ থেকে আমি কখনো সেভাবে কিছু কিনে নি তবে আপনার অর্ডার গুলো দেখছি সব ঠিকঠাক এবং সুন্দর দিয়েছে। মাল্টি কালারের ছয়টি ক্যান্ডি দেখতে ভীষণ ভালো লাগছে। আর অনেক সুন্দর ভাবে কালার বক্স গুলোর মধ্যকার কালার গুলো বেশ সুন্দর। আপনি একটি অর্ডার দিতে গিয়ে হয়তো বা দুইটি দিয়ে দিয়েছেন তবে বেশ ভালোই করেছেন অর্ডার গুলো রেখে। কেননা এই রংগুলো কয়েকটা আর্ট করে শেষ হয়ে যাবে আবার আপনার দরকার হতে পারে রং। বেশ ভালো লাগলো আপু আপনার কেনাকাটা দেখে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।