আমার সখের ভিডিওগ্রাফি ৷৷ জংলি ফাটি ফুল

in আমার বাংলা ব্লগ2 months ago

আজ ০৮ই, চৈত্র | ১৪৩০ বঙ্গাব্দ, | বসন্ত-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG_20240323_085633.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।

সুপ্রিয় ,আমার বাংলা ব্লগ পরিবারের সকল ব্লগার ভাই বন্ধুগণ আশা করি সবাই অনেক ভালো আছেন আর ভালো থাকারই কথা । কারণ কয়েকদিন ধরেই পরিবেশটা বেশ ঠান্ডা এবং কি সুন্দর পরিবেশের অন্তর্গত। বিশেষ করে এই রমজান মাসে এরকম পরিবেশ বা এরকম সুন্দর পরিবেশ থাকাটাই অনেক ভালো দিক । যেটা আসলে প্রতিটি রমজান দাতা মানুষের জন্য অনেকটাই স্বস্তির। যা হোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে। চেষ্টা করি প্রতিনিয়তই ভিন্ন ধর্মী কিছু উপস্থাপন করা। কারণ আমার বাংলা ব্লগ মানেই ভিন্ন কিছু আয়োজন। যেখানে প্রতিনিয়তই ইউজার তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে ভিন্ন কিছু উপস্থাপন করে থাকে । আর সেই ধারায় আমিও চেষ্টা করি প্রতিনিয়তই নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে ভিন্ন ভিন্ন অঙ্গীকে পোস্ট বা ব্লগ উপস্থাপন করার।

তবে আজকে একটি ভিডিওগ্রাফি ব্লগ উপস্থাপন করতে চলেছি । আসলে কিছু কিছু ক্রিয়েটিভিটি কাজ নিজের ভালো লাগা থেকেই করতে ইচ্ছে করে । যেমন প্রকৃতির কোন সৌন্দর্যকে উপভোগ করা সেই সঙ্গে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি । আর এমনই এক ভিডিওগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি । কারণ বর্তমান এই বসন্তের আবহে চারদিকে সবুজ প্রকৃতি সেই সঙ্গে গাছেরাও নতুন যৌবন ফিরে পেয়েছে । গাছে গাছে ফুলের মুকুল সেই সাথে ফলের সব মিলে পরিবেশ প্রকৃতি যেন একটা নতুন রূপে সজ্জিত।

যা হোক গতকাল প্রায় সারাদিনে বৃষ্টি ঝিরিঝিরি ছিল। আর তাই খুব একটা বাইরে যাওয়া সম্ভাব হয় নি। তবে বিকেলের পর বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে । ঠিক তখনই বাইরের প্রকৃতিতে ঘোরাঘুরি করার মুহূর্তেই চোখে পড়ল কিছু জংলি ফুল। বর্তমানে গ্রামের মেঠো পথ বা রাস্তার ধারের আশেপাশে নানারকম নাম না জানা কিছু জঙ্গি ফুলের সমাহার ফুটেছে । সেগুলো হয়তো যারা গ্রামে বসবাস করে তারাই দেখতে পাবে বা বুঝতে পারবে। আর এমনই একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে বা ভিডিওগ্রাফি নিয়ে আজকে ব্লগ ।

আজকের একটি ভাটি ফুলের ভিডিওগ্রাফি উপস্থাপন করছি । এই গাছটি অনেক তেতো টাইপের ।কিন্তু অনেকটা আবার ঔষধিও কাজে লাগে ।আর এই গাছ গুলো গ্রামের রাস্তার আশেপাশে অনেক গুলো একসাথে ফুটে উঠলে বেশ সুন্দর আর প্রাণবন্ত লাগে।

তো চলুন দেখে আসা যাগ একটি জংলি ফাটি ফুলের ছোট্ট একটি ভিডিওগ্রাফি।

IMG20240323084130_01.jpg

IMG20240320173942_01.jpg

IMG20240320173924_01.jpg


📸 ভিডিওগ্রাফি 📸

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png


তো এই ছিল আমার আজকের জংলি ফুলের ভিডিওগ্রাফি সর্বপরি আশা করছি আপনাদের সবার কাছে ভিডিওগ্রাফি টি ভালোই লাগবে।
আজকে এখানে শেষ করছি আবার হাজির হব নতুন কোন ইউনিক ভিডিওগ্রাফি ব্লগ নিয়ে। এই আশা ব্যক্ত রেখে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

বিবরন


বিষয়ভিডিওগ্রাফি
ডিভাইসRealme c12
ভিডিও ক্লিক@gopiray
লোকেশনবাংলাদেশ 🇧🇩


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


আমি গোপাল রায় গোপী স্টিমিট আইডি @gopiray। আমি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাস করি । আমি পেশাগত দিক থেকে একজন ছাত্র অনার্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছি । আর তার পাশাপাশি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করছি ।আর গর্বিত যে আমি একজন বাঙালি সেই সাথে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আমি ফটোগ্রাফি ভ্রমণ, গান গাওয়া এছাড়াও কবিতা লিখতে ভীষন ভালোবাসি । এছাড়া নতুন বিষয় জানতে শিখতে ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Sort:  
 2 months ago 

আমি আগে এই ফুলের নাম জানতাম না। আজকে আমি আপনার পোস্টের মাধ্যমে এই ফুলের নাম জানতে পারলাম। আসলে এই ফুল গুলো জঙ্গলে এবং রাস্তার ধারে হয়ে থাকে। ফুল গুলো দেখতে বেশ সুন্দর। আপনি ভিডিওগ্ৰাফীর মাধ্যমে জংলি ফাটি ফুলের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। ফুল গুলো বেশিরভাগ গ্ৰাম এলাকায় দেখতে পাওয়া যায়।

 2 months ago 

আগে জানেন না আজ জানলেন ৷ আসলে আমাদের এই দিকে ভাটি ফুলই বলে ৷ হয়তো অন্য জায়গায় ভিন্ন নাম ৷ তবে ভালো লাগলো আপনার মতামতের জন্য ৷

 2 months ago 

এই ফুলগুলো আমিও দেখেছি। বিশেষ করে এই সময়টাতেই বেশিরভাগ এই ফুলগুলোকে দেখতে পাওয়া যায় রাস্তার দু ধার দিয়ে খুবই সৌন্দর্য নিয়ে ফুটে থাকে। ফুল গাছটি বেশ তেতো হয়ে থাকে। আর এর ফলগুলো অনেক বেশি তেতো হয়। আপনার করা ভিডিওগ্রাফিটি অনেক বেশি ভালো হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে ভাটি ফুলের সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

জি ভাই বর্তমান সময়ে গ্রামের রাস্তার ধারে এসব জংলি ফাটি ফুল অনেক ফোটে ৷ যা দেকতে বেশ ভালোই লাগে ৷
অসংখ্য ধন্যবাদ ভাই এভাবেই যেনো পাশে থাকেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 2 months ago 

আমাদের এলাকাগুলোতে এই ফুলের গাছের নাম ভাটি বলা হয়। অঞ্চল ভেদে অনেক সময় নাম ভিন্ন রকম হয়। ভাটির গাছের এই ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে।আপনার ভিডিওগ্রাফিটি দেখে অনেক বেশি ভালো লাগলো দাদা অনেক সুন্দর ভাবে ভিডিওগ্রাফি পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

হ্যা দাদা ঠিক বলেছেন প্রায় সব এলাকায় এসব ফাটি ফুল ফোটে ৷ তবে হয়তো নাম ভিন্ন ভিন্ন যা হোক ভিডিওগ্রাফি টি ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷

 2 months ago 

বাহ আপনি বেশ দারুন ভিডিওগ্রাফি করেছেন। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে ফুলের সৌন্দর্য সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য ৷ শুভকামনা রইল অবিরাম ৷

 2 months ago 

আপনি খুব সুন্দর ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন । আপনার জিওগ্রাফিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ধৈর্য সহকারে ভিডিওগ্রাফিটি করেছেন। জংলি ফুল হলেও ফুলগুলো দেখতে অনেক সুন্দর। সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

হুমমম ফটোগ্রাফি হোক বা ভিডিওগ্রাফি হোক সবকিছু আমি ধৈর্য ধরেই করি ৷ ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ৷

 2 months ago 

বাহ্ দারুন তো। আপনি তো দারুন সুন্দর করে জংগলি ফুলের ভিডিও গ্রাফি করেছেন। যদিও জংগলি ফুল তবুও ফুল গুলো দেথতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আপনি কিন্তু বেশ দারুন করে জংগলি ফুলের ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন যদিও জংলি ফুল ছিল তবুও অনেক সুন্দর ছিল ৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 2 months ago 

মাঝে মাঝে প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। প্রকৃতি এত সুন্দর রূপ ধারণ করে যেন তার দিকে তাকিয়ে থাকি সব সময় । জংলি ফাটি ফুলের নাম জানতাম না কিন্তু এই ফুল গুলো দেখতে বেশ চমৎকার লাগে। আপনি দারুন দক্ষতায় ভিডিওগ্রাফি সম্পন্ন করেছেন। ফুলটি দেখতে চমৎকার লাগতেছে আমার কাছে। যারা গ্রামে বাস করে তারা চিনতে পারবে খুব। কারণ ফুলটি রাস্তা আশপাশে বেড়ে ওঠে অযত্নে। ফুলটি বেশ চমৎকার লাগতেছে। দারুন ভিডিওগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন আমাদের মাঝে।ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

জি ভাই আমাদের এই দিকে গ্রামের মানুষ তো ভাটি ফুলই বলে ৷ আর সেটাই শেয়ার করেছি ৷ ভিডিওগ্রাফি টি ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 2 months ago 

বাহ চমৎকার একটি ভিডিও শেয়ার করলেন আপনি। আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে। যেহেতু এর আগেও আপনার অনেক ভিডিও দেখেছি বেশ ভাল ভাবে করেন ভিডিও গুলো। আজকে জংলি ফুলের ভিডিও ধারণ করলেন। খুব সুন্দর করে এডিট করে শেয়ার করেছেন। অনেক ভালো লেগেছে দেখতে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

জি আপু মাঝে মধ্যে ভিডিওগ্রাফি শেয়ার করি ভালো লাগে ৷ আসলে বর্তমান সময়ে গ্রামের রাস্তার ধারে এসব নানা জংলি ফুল যেগুলো দেখতে ভালো লাগে ৷ অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ৷

 2 months ago 

আপনি আজকে চমৎকার একটি ফুলের ভিডিওগ্ৰাফি করেছেন। এই ফুল গুলো জংলি ফাটি ফুল হলেও এর সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। বিশেষ করে এই ফুল গুলো রাস্তার পাশে দিয়ে হয়ে থাকে। আর ফুলের কালার খুবই সুন্দর আমি বেশ কিছুদিন আগে এই ফুল দেখেছিলাম। আজকে আপনার ভিডিওগ্ৰাফির মাধ্যমে দেখে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 months ago 

ঠিক বলেছেন ভাই জংলি ফুল হলেও দেখতে অনেক সুন্দর লাগে ৷

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60793.50
ETH 2910.51
USDT 1.00
SBD 3.59