You are viewing a single comment's thread from:

RE: আমার পুরোনো কবিতার খাতা থেকে : ছেলেটি কিছুটা শ্যামলা।।০৮ সেপ্টেম্বর ২০২২।।

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা নমস্কার
একদম সঠিক কথা বর্তমানে সকাল সন্ধা পাড়ার গলিতে অলিতে কিছু পটকা ছেলের আড্ডা প্রতিদিন দেখা যায় ৷এসব ছেলেদের কোনো মান সম্মান তো নেই বরং এতে তারা মনে আনন্দ পায় না কি ভাগবানই জানে ৷
আর এসব ছেলেদের কথার ধরন কোনো ঠিক নেই ৷আর পোশাক দেখে তো মনে না জানি কত আছে অথচ খাবার খাওয়ার জন্য নূন টুকু নেই ৷

তবে এসব ছেলের মধ্যে একজন শ্যামলা ছেলে যে কী দারিয়ে থাকে ভদ্রতার সাথে ৷একটি পদ্ম ফুল হাতে ৷সত্যি বলতে আমাদের সমাজে তো আমরা এ রকম ছেলেই তো চাই ৷যে কি সমাজের কোনো কল্কের দাক লাগবে না ৷
খুব সুন্দর ছিল কবিতাটি দাদা ৷
ধন্যবাদ