You are viewing a single comment's thread from:
RE: "আলোর উৎসব দীপাবলি" ঘরে আলোকসজ্জার কিছু সুন্দর মুহূর্ত
হুম বৌদি ঠিক বলেছেন সেদিন আসলে খুবই অবস্থা খারাপ ছিল ৷ বিশেষ করে সকাল থেকে বৃষ্টি সারাদিন এরপর যে বাতাস খুব একটা আনন্দ করতে পারি নি ৷ যা হোক সবই ঈশ্বরের কৃপা এখানে আসলে কারো হাত নেই ৷
তবুও ঘরের মধ্যে যে আলোকসজ্জা করছেন এটাই অনেক বড় ব্যাপার৷ আমরা ও তো ঘরের মধ্যে আলোকসজ্জা ছাড়া বাইরে করতে পারি নি ৷
বৌদি আপনার হাতের আলপনা গুলো সত্যি অনেক সুন্দর ছিল ৷
সর্বোপরি আগামী বছর ভালো ভাবে দীপাবলী পালন করবো এমনটাই প্রত্যাশা ৷