You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৭ || মুলো চিংড়ির চুইঝাল রেসিপি।
সত্যি বলতে এই সপ্তাহে এতো সুন্দর সুন্দর ইউনিক রেসিপি দেখলাম ৷ তাতে আসলে মুগ্ধ আমি ৷ আসলে সবার গুলোই অসাধারণ আমার মনে হয় সবাইকে বিজয়ী করা উচিত ৷
তবে আপু আপনার করা মুলো চিংড়ির চুইঝাল রেসিপি। দারুন ছিল আমি তো কয়েক বার দেখলাম ৷
আমার মুলো চিংড়ির চুইঝালের রেসিপি দারুন হয়েছে বলে উৎসাহিতা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।