You are viewing a single comment's thread from:
RE: আমার যতো ভুল নীতিকথা- প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah
হাফিজ ভাই আসলে কি লিখবো কমেন্টে তাই ভাবছি ৷ আপনার জীবনের বাস্তব কাহিনী শুনে আর বাস্তবিক কথা গুলো পড়ে ৷ আমি শুধু ভাবছি সত্যি মানুষ বড় অদ্ভুত ৷ একেক জন এককে মনের হতে পারে ৷
আসলেই এটা ঠিক যে যখন তোমার অর্থ নেই তখন দেখবেন কেউ পাশে নেই ৷ আর যখন অর্থ থাকবে তখন হাজার ও মানুষ তোমার পাশে ৷ বন্ধু স্বজন আরও অনেকে ৷
আর হ্যাঁ ভাগ্য কে বিশ্বাস রাখতে হয় ৷ তবে ভাগ্যের চাকা ঘোরার জন্য পরিশ্রমী হওয়া প্রয়োজন ৷
তবে মাঝে মধ্যে নীতিবান হয়ে ও অন্যায়ের প্রতিবাদ করতে হয় ৷
ভাই আমার জীবনের কাহিনী শুনলে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন, আমার জীবনটা সত্যি বেশ সংগ্রামী ছিলো।