একটি স্কুটারের 🛵পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি স্কুটারের পেইন্টিং শেয়ার করছি। এই পেইন্টিংটি করার পিছনের কারণ হলো- খুব ছোটবেলা থেকে ইচ্ছা ছিল স্কুল পাশ করে যখন কলেজে উঠব তখন আমার নিজের একটি স্কুটি থাকবে। যেটা চালিয়ে প্রতিদিন কলেজে যাব। কিন্তু কেন জানি এটা হয়ে ওঠেনি। প্রথমত আমার কলেজ আমার বাসা থেকে বেশ দূরে ছিল। আব্বু আম্মু খুব ভয় পেত যে, এমন রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়াটা খুবই বিপদজনক। আর এখন ইউনিভার্সিটি এর থেকেও আরো অনেক দূরে। তাই আর আমার স্কুটি কেনা হয়নি। তবে আগে যখন ভাবতাম যে আমার একটি স্কুটার থাকবে‌। তখন ভাবতাম আমার স্কুটারটি বেশ কালারফুল হবে। হলুদ, নীল,পারপেল অথবা মেরুন কালার হবে। আমাদের এদিকে প্রায় অনেক মেয়েরাই স্কুটার চালায়। আজকে হঠাৎ একটি মেয়েকে একটি হলুদ কালার স্কুটার চালিয়ে যেতে দেখলাম। তখন আমার পুরনো সব দিনের কথা মনে পড়ে গেছে। সে স্মৃতি জড়িয়ে আজকে পেইন্টিংটি করেছি। এবং আপনাদের সাথে খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 🥰❣️।

312415679_1086071712112984_5604681883103747083_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি স্কুটারের সামনের অংশ ভালোভাবে অঙ্কন করে নিলাম। এরপর পিছনে সিটেরি এবং সিটের নিচের অংশ খুব ভালোভাবে অঙ্কন করে নিলাম।

311289923_855379232147102_6603977144083190334_n.jpg279921588_857191982105681_6991427220834186676_n.jpg

ধাপ - 2

এরপর স্কুটারের চাকা, লাইট এবং আয়না সহ সবকিছু খুব ভালোভাবে অংকন করে নিলাম। এবং এসব কিছুর সমন্বয়ে পুরো স্কুটারের অংকন টি সম্পন্ন করলাম।


312456056_683034729695796_7427306480047152232_n.jpg


ধাপ - 3

এরপর শুরু করলাম রং এর কাজ। হলুদ কালারের জল রঙের সাহায্যে স্কুটারটি ভালোভাবে রং করে নিলাম।


310631782_1173122663290893_5714324246038345667_n.jpg


ধাপ - 4

এরপর নীল কালারের জল রঙের সাহায্যে স্কুটারের পেছনের অংশ খুব ভালোভাবে রং করে নিলাম। নীল কালারের এই রঙের সাহায্যে আকাশ বোঝানোর চেষ্টা করেছি। এরপর স্কুটারটির নিচে একটি ইটের রাস্তা অংকন করে নিলাম।


312490664_1156220918662560_4954913409418900263_n.jpg


ধাপ - 5

স্কুটারের চাকা এবং সিট রং করে নিলাম। সবশেষে একটি কালো মার্কার পেন এর সাহায্যে পুরো স্কুটারটির পেন্সিল দ্বারা অঙ্কিত অংশ গাঢ় কালো করে নিলাম।
এবং এভাবেই আমি আমার পুরো চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

312451345_530936608852406_4329941016720929004_n.jpg273055255_865908737757790_3843007991489685025_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
312415679_1086071712112984_5604681883103747083_n.jpg306770732_5386966298080451_2881366726607771602_n.jpg
312577235_621975962995163_1831698687717207939_n.jpg307414273_465764785557257_7162553494322103874_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং অক্টোবর ২৩, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার মত আমারও খুব ইচ্ছা স্কুটার চালানো। আমার খুব পছন্দ স্কুটার। হলুদ রঙের স্কুটার দেখতে খুব সুন্দর লাগছে। আপনার পেইন্টিং গুলো সব সময় খুব সুন্দর হয়। তাই হলুদ স্কুটার টি দেখতে অসম্ভব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ সুন্দর এই পেইন্টিংটির জন্য আপু।

 2 years ago 

এখন আর স্কুটার চালানোর তেমন ইচ্ছা নেই আপু। আগে খুব ইচ্ছা ছিল কিন্তু পূরণ করতে পারিনি। আপনার আমারও দেখছি পছন্দের খুব মিল রয়েছে। ধন্যবাদ আমার প্রতিটি পেইন্টিং এর এত সুন্দর করে প্রশংসা করার জন্য। এভাবেই সুন্দর মন্তব্য নিয়ে পাশে থাকবেন এবং আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাবেন আশা করছি। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপু আপনার স্কুটি চালিয়ে কলেজ যাবার ইচ্ছা ছিল জেনে বেশ ভাল লাগল। আসলেই রাস্তায় অনেক মেয়েদেরকে দেখি স্কুটি চালিয়ে স্কুল কলেজে যায় ।বিষয়টি আমার কাছে বেশ ভালই লাগে ।যদিও আপনার স্বপ্নটি পূরণ হয়নি তার পরেও আপনি দারুন একটি স্কুটির চিত্র অঙ্কন করেছেন পুরনো স্মৃতি থেকে। হলুদ কালারের
হওয়ায় দেখতে বেশ ভালো লাগছে। ধাপ গুলো খুব সহজ করে দেখিয়েছেন। জলরঙে আঁকা হলুদ কালারের স্কুটিটি সত্যি অসম্ভব সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু ইচ্ছা তো ছিল তবে এসব এখন স্মৃতি। ঠিক বলেছেন স্মৃতি থেকেই স্কুটি চিত্রঅঙ্কন করেছি। দোয়া করবেন যাতে সব সময় এমন ভালো ভালো কাজ আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং এগিয়ে যেতে পারি। সেই সাথে এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

স্কুটারের স্বপ্ন একটা সময় আমিও দেখতাম কিন্তু সেই স্বপ্ন আর পূরণ করা হয়ে ওঠেনি। তবে ইচ্ছে আছে আমার স্বপ্ন মেয়েদের দিয়ে পূরণ করবো আমার বড় মেয়েকে একটি স্কুটি কিনের দেওয়ার ইচ্ছে আছে। আমিও আজকে বাজারে গিয়ে একজন মেয়েকে স্কুটি নিয়ে যেতে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগলো। আপু আপনি আপনার স্বপ্নের স্কুটি টি জল রং দিয়ে এত সুন্দর করে এঁকেছেন যা দেখতে একদম সত্যিকারের স্কুটির মতো লাগছে। হলুদ, পারপেল, পিঙ্ক কালারগুলোর মধ্যে প্রতিটি মেয়োর ইমোশন জড়িয়ে আছে। আপনার হাতের কাজের কোন তুলনা হয় না।সুন্দর স্কুটির চিত্রটি আঁকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

বাহ আপনি তো বেশ গুছিয়ে খুব সুন্দর করে মন্তব্য করেছেন আপু। আপনার কমেন্টস পড়েই বোঝা যাচ্ছে যে আপনি আমার পোস্টটি খুব ভালোভাবে পড়েছেন। অবশ্যই চেষ্টা করবেন নিজের ইচ্ছাটি নিজের মেয়েদের দ্বারা পূরণ করার। আশা করছি একদিন আপনার সেই স্বপ্ন পূরণের দিন আমাদের সাথে শেয়ার করে নিবেন এই কমিউনিটির মাধ্যমেই।

 2 years ago 

সব সময়ের মত আপনার আজকের পেইন্টিংটিও খুব সুন্দর হয়েছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এই পেইন্টিংটি দেখতে অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনাদের মুগ্ধ করতে পারলেই আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। ধন্যবাদ প্রতিনিয়ত এমন সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। এভাবে পাশে থাকবেন আপু এবং আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

ইস আফসোস আপনার একটা স্কুটির শখ ছিল কিন্তু স্কুল দূরে হওয়াতে স্কুটি কিনতে পারলেন না আবার ইউনিভার্সিটি তার থেকে অনেক দূরে হওয়াতে তাও কিনতে পারলেন না। যাক এখন নিজের হাতে সুন্দর একটি স্কুটি অঙ্কন করে মনের দুঃখ কিছুটা হলেও ভুলার চেষ্টা করুন আপু। স্কুটি টা কিন্তু আপনি খুবই চমৎকার এঁকেছেন। দারুন কালারফুল তৈরি করেছেন। রাস্তা দিয়ে কি মেয়েটি এরকম একটি স্কুটি চালিয়ে যাচ্ছিল আপু?

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন স্কুটি অঙ্কন করে মনের দুঃখ কিছুটা হলেও ভোলার চেষ্টা করেছি। আমার চিত্রাংকন টি আপনাদের কাছে এত ভালো লেগেছে জেনে সত্যিই খুব আনন্দিত বোধ করছি। আমার কাছে কালারফুল জিনিস খুব ভালো লাগে তাই চেষ্টা করেছি আমার স্বপ্নের স্কুটিটি কালারফুল করেই অংকন করার।

 2 years ago 

আপু কষ্ট পাবেন না বাস্তবে চালাতে না পারলেও আজ এঁকে একটু হলেও আশা করি আপনার ইচ্ছে পূরণ হয়েছে। আপু আপনার যেহেতু এত শখ ছিল তাহলে কাছের একটি স্কুলে ভর্তি হলেই কিনতে পারতেন তাহলে আপনার ইচ্ছে পূরণ হয়ে যেত। আমিও এখন মাঝে মাঝে মেয়েদের স্কুটার চালাতে দেখি আর আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার মেয়েটির হলুদ স্কুটার দেখে খুব সুন্দর একটি স্কুটারের পেইন্টিং করেছেন। হলুদ কালারের জন্য দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই পেইন্টিং অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ও ইউনিক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 66924.37
ETH 3085.49
USDT 1.00
SBD 3.71