DIY - একগুচ্ছ বইয়ের চিত্রাংকন

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করছি। একগুচ্ছ বইয়ের চিত্রাংকন করেছি। আমরা সবাই জানি বই আমাদের পরম বন্ধু। বই আমাদের জ্ঞান বৃদ্ধিতে, চিন্তা ভাবনা পরিবর্তনে অনেক সহায়তা করে। বই পড়া আমাদের একাকীত্ব দূর করে। এমনকি জীবনের অনেক সমস্যার সমাধান বই পড়ে পাওয়া সম্ভব। তাই পৃথিবীতে সবচেয়ে বড় বড় জ্ঞানী মানুষগুলো বই পড়ার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ সাহিত্য, উপন্যাস, কবিতা এগুলো মানুষের জীবন বদলাতে সার্থক। শুধু পাঠ্য বইয়ের মধ্যে জীবন পার করে দিলে হবে না। 'প্রমথ চৌধুরীর' রচিত 'বই পড়া' উপন্যাসটি আমার খুবই পছন্দের। সেই গল্পে অনেক সুন্দর ভাবে বর্ণনা করা আছে কেন বই পড়া মানুষের জীবনের জন্য অনেক প্রয়োজন। তাই সবাইকে বলছি একটু ফাঁকা সময় পেলে চেষ্টা করবেন বিভিন্ন ধরনের বই পড়ে অনেক বেশি জ্ঞান অর্জন করার। এতে আপনার জীবনের সত্যি বলছি কিছুটা হলেও পরিবর্তন ঘটবে। আশা করছি আমার আজকের চিত্রাংকনটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

310839695_1088979931808638_1112851140465743088_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি বই বাঁকানো ভাবে অংকন করে নিলাম। এবং এর মলাটে কিছু ডিজাইন করে নিলাম। এরপর উপরে আরও একটি বাঁকানো বই এর অবয়ব অঙ্কন করে নিলাম।

311134656_1151025735502447_5305807945845157232_n.jpg312269729_943581756603517_6102461479889088864_n.jpg

ধাপ - 2

এরপর এর উপরে আরো বাঁকানো একটি বই অঙ্কন করে নিলাম। এগুলো আমি সাহিত্য এবং উপন্যাসের বই বোঝানোর চেষ্টা করেছি।যার কারণে এই বইগুলো অনেকটা বড় এবং মোটা আকৃতির।


308763933_5375817632467313_1383984625244127540_n.jpg


ধাপ - 3

এরপর সর্বশেষ বইটি অংকন সম্পন্ন করলাম। এবং বাকি সবগুলো বইয়ের মলাটে ডিজাইন সম্পন্ন করে নিলাম।

310274435_862651274730789_7607404563512366936_n.jpg310406636_886296712392052_4550535734918299737_n.jpg

ধাপ - 4

এরপর শুরু করলাম পেন্সিল দ্বারা অঙ্কিত অংশ গাঢ় কালো করার কাজ। কালো মার্কার পেন দিয়ে বিভিন্ন হেচ অংকন করে নিলাম।


310517900_661089038920079_6142021096751641765_n.jpg


ধাপ - 5

এভাবেই বাকি সবগুলো বইয়ের বিভিন্ন ধরনের হেচ ডিজাইন করে নিলাম কালো মার্কার পেনের সাহায্যে। এতে করে বইগুলোতে কিছুটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছি।
এবং এভাবে আমি আমার একগুচ্ছ বইয়ের চিত্রাংকন সম্পূর্ণ করে নিলাম।

309417791_514511287233040_1787359241281213318_n.jpg310243059_430778462368768_5796141037909715571_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
310839695_1088979931808638_1112851140465743088_n.jpg312621754_1861786880819931_7714410180965152189_n.jpg
313026171_838291790654219_2182457132050931311_n.jpg310067669_532868964842214_2237667206220181819_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং নভেম্বর ০২, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 
আপনার এই পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ডাই পোস্টটি আমাদের মাঝে প্রতিটি ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন। কিভাবে আপনি অঙ্কন করেছেন।আপনি অনেক সুন্দর ভাবে বর্ণনাও করেছেন । আপনাকে অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার ড্রয়িং খুব ভালো লাগে আমার। আজ যে ছবিটা এঁকেছেন সেটা সাধারণের মধ্যেও অসাধারণ।বিশেষ করে যেসব ছবিতে 3D টাচ থাকে সেগুলো আলাদাই সুন্দর হয়।এখানে কি ক্যানভাস পেপার ব্যাবহার করেছেন?

 2 years ago 

আপু আপনার আর্ট অসম্ভব ভালো লাগে আমার কাছে। একদম প্রফেশনাল আর্ট করেছেন আপু। আপনার প্রতিটি আর্ট গুলো মনোমুগ্ধকর ভাবে ফুটিয়ে তোলেন। দেখে মনে হচ্ছে ছবি দেখছি। আর্ট করার ধাপসমূহ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।আর বই পড়া আমার কাছে ভিশন বিরক্ত একটা কাজ।বই পড়তে বসলে আমার ঘুম চলে আসে কেন যেন। একদম পড়তে পারি না। সবমিলিয়ে ভালো ছিল আজকের আর্ট। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপু আপনার দক্ষতা যত দেখি ততই যেন মুগ্ধ হয়ে যায়। আমি ভেবেছি আপনি বইয়ের কোন ফটোগ্রাফি করেছেন কিংবা কোথা পিক নিয়েছেন। সত্যিই এটি যে আপনি অঙ্কন করেছেন আমি দেখে অবাক হয়ে গেছি। উপস্থাপন অসাধারণ ছিল।

 2 years ago 

এই প্লাটফর্মে আমার দেখা অন্যতম সেরা একজন আর্টিস্ট হলেন আপনি। আপনার আঁকা প্রতিটা ছবি দেখলে ইচ্ছে করে বাঁধাই করে ঘরে ঝুলিয়ে রাখি। নতুন করে আর প্রশংসা করার কিছু নেই আপু। অসম্ভব ভালো লাগছে ছবিটা।

 2 years ago 

সত্যিই আপনার আর্টের কোন তুলনা হয় না। দেখে মনে হচ্ছে যেন বাস্তবে কিছু বই রেখেছেন টেবিলের উপরে। এই ধরনের কাজ দেখে মুগ্ধ হই। আমি মনে করি এই ধরনের কাজ করা ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনি প্রতিনিয়ত এইরকম ভাবে কাজ করে যাচ্ছেন দেখে ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসাধারণ আর্ট করেছেন আপু।আপনার আর্ট গুলো দেখলেই বোঝা যায় অনেক সময় নিয়ে মনের মাধুরী দিয়ে একেছেন। একগুচ্ছ বই এর ডাই অঙ্কন টি নজর কাড়া ছিল। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি বলেছেন আপু এই পৃথিবীতে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বই পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। আমার কাছে বিভিন্ন ধরনের গল্প ও উপন্যাস পড়তে অনেক ভালো লাগে কিন্তু এখন পড়ার মতো তেমন বেশি সময় হয়না। তবে আমার কখনো 'প্রমথ চৌধুরীর' রচিত 'বই পড়া' উপন্যাসটি পড়া হয়নি কিন্তু যদি সেই সময় হয় তাহলে একবার পড়ে দেখবো। যাই হোক আপনি খুব সুন্দর ভাবে একগুচ্ছ বইয়ের চিত্রাংকন করেছেন। আপনার আর্ট সবসময় আমার খুব ভালো লাগে। আজকের এই বইয়ের আর্ট আরও বেশি ভালো লেগেছে। ধাপগুলি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ইউনিক আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 67184.38
ETH 3107.00
USDT 1.00
SBD 3.67