আমার বাংলা ব্লগ || আমার পরিচয় || by @gorllara
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি অত্যন্ত আনন্দিত এমন একটি বাংলা কমিউনিটি তে যুক্ত হতে পেরে। আসলে মাতৃভাষায় যদি ব্লগ লেখা যায় তাহলে এর থেকে শান্তির আর কিছু হতে পারে না। মনের সকল ভাব প্রকাশ করা যায় এর মাধ্যমে।
আমার পরিচয় :
প্রথমে আমি আমার পরিচয় দিতে চাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস শিলা। পরিবারের বড় মেয়ে। পরিবারে আমরা দুই বোন বাবা-মা এবং দাদু নিয়ে আমাদের পাঁচ জনের পরিবার। বর্তমানে আমরা বাংলাদেশের ঢাকায় বসবাস করছি। আমি ছোটবেলা থেকেই শহরে বসবাস করছি তাই শহরের কালচারের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। আমি মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। মিরপুর বিসিআইসি কলেজ থেকে আমি ইন্টার কমপ্লিট করেছি। বর্তমানে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে আর্কিটেকচার ডিপার্টমেন্টের পড়াশোনা করছি।
আমি যেহেতু আর্কিটেকচার ডিপার্টমেন্টের পড়াশোনা করছি তাই আমাকে প্রায় সময় বিভিন্ন প্রজেক্ট বানাতে হয়। এটি আমার এক প্রকার হবি হয়ে গেছে। আমি ছোটবেলা থেকেই ভাবতাম নিজের একটি ভারী হবে যা আমি নিজে থেকেই নিজে ডিজাইন করব এবং বাড়িটি সম্পূর্ণ আমার মন মত হবে। কিছুদিন আগে আমাদের একটি প্রজেক্ট দেয়া হয়েছিল তাই তখন আমি আমার ড্রিম হাউস এর একটি প্লেন তৈরি করেছিলাম সেখানে এটি তারই ছবি । আসলে আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষেরই কিছু ইচ্ছাশক্তি থাকা প্রয়োজন এবং হাতের কাজ জানা প্রয়োজন তার মাধ্যমে সে তার নিজের প্রতিভা ফুটিয়ে তুলতে পারবে।
পড়ালেখার পাশাপাশি আমি রান্না করতে অনেক ভালোবাসি। আমি পর্যন্ত অসংখ্য রান্নার রেসিপি প্লাটফর্মে শেয়ার করেছি আমি অনেকদিন ধরে প্ল্যাটফর্ম এর সাথে যুক্ত হয়েছি। আমি আশা করছি পরবর্তীতে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে বাংলায় নিজের ভাষায় আমি বিভিন্ন রেসিপি শেয়ার করতে পারব। এটি আমার ভালোলাগার আরেকটি কাজ।
আমার অনেকগুলো শখের মধ্যে আরেকটি শখ রয়েছে সেটা হচ্ছে ফটোগ্রাফি। প্রায় সময় আমার মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে থাকি তার মধ্যে সবচাইতে বেশি ফটোগ্রাফি করি খাবারের ফটোগ্রাফি। আমি ইতিমধ্যে অনেকগুলো খাবারের ফটোগ্রাফি এ প্লাটফর্মে শেয়ার করেছি এবং আমার ইচ্ছে আছে ভবিষ্যতেও আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আমি চেষ্টা করছি আমার সবটুকু ক্রিয়েটিভিটি দিয়ে এ প্লাটফর্ম কে সাজিয়ে তোলার জন্য এবং নিজের প্রোফাইল কে সবার মধ্যে পরিচিত করার জন্য।
আমার সবগুলো কাজের মধ্যে সবচাইতে আমি বেশি ভালোবাসি আর্ট করতে। আমি সব ধরনের আর্ট করতে পারি কারণ আমি ছোটবেলা থেকে আট করা শিখেছি। আমি এই পর্যন্ত অসংখ্য আরকে প্লাটফর্মে শেয়ার করেছি অনেকগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং অনেকগুলো প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব পেয়েছি। আমি আশা করছি সামনে আমি আমার আরো কিছু ক্রিয়েটিভিটি আপনাদের সাথে শেয়ার করতে পারব। আমি আর্ট করি একটি বিশ্বাস নিয়ে সেটা হল আমি মনে করি আর্ট এর মাধ্যমে মানুষের মনের ইচ্ছে আকাঙ্ক্ষা এবং গভীরতা সবকিছুই প্রকাশ করা সম্ভব।
এছাড়াও আমি ঘুরতে অনেক ভালোবাসি। বাংলাদেশের অনেকগুলো সুন্দর জায়গায় আমি ইতিমধ্যে ভ্রমন করেছে এবং পরিকল্পনা আছে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর জায়গা গুলোতে। আমি খেতে অনেক বেশি ভালোবাসি। সপ্তাহে একবার রেস্টুরেন্টে গিয়ে খেতে না পারলে আমার ভালো লাগেনা। যাই হোক এই ছিল আমার নিজের ব্যাপারে কিছু আলোচনা। আশা করছি আপনারা সবাই আমাকে সাদরে এই কমিউনিটিতে গ্রহণ করবেন। আমার সর্বোচ্চ চেষ্টা করব এই কমিউনিটি সকল নিয়ম কানুন মেনে কাজ করার এবং প্রতিনিয়ত একটিভ থাকার।
Cc :
@rme
@amarbanglablog
Best Regards
@gorllara







স্বাগতম আমার বাংলা ব্লগে
ধন্যবাদ ভাইয়া।
স্বাগতম আপনাকে, আমার বাংলা ব্লগে। আশা করছি আপনার নিকট হতে সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাবো আমরা।
ধন্যবাদ ভাই আপনাকে আশা করছি একসাথে কাজ করতে পারবো।
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। কমিউনিটির নিয়ম মেনে চলবেন। আপনার জন্য শুভকামনা। আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ ভাইয়া
এই প্রিয় কমিউনিটিতে যোগ দিতে স্বাগতম, আমরা খুবই খুশি যে আপনি এই কমিউনিটিতে আছেন
😊😊
ধন্যবাদ
শুভ কামনা আপু
আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকার জন্য । আমাদের ডিসকর্ডে যুক্ত হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে থেকে সকল নিয়ম কানুন অনুযায়ী কাজ করার।
Hi, @gorllara,
Thank you for your contribution to the Steem ecosystem.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
স্বাগতম আপু। আপনাকে দেখতে হুবহু আমার ডিপার্টমেন্টের ম্যামের মতো। আমিও আর্কিটেকচার ডিপার্টমেন্টর ৫ম পর্বের ছাত্রী😊।
আপু আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে স্বাগতম জানাই।