আমার স্বরচিত কবিতা"দৃশ্য অবলোকন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছে ,তবুও আমি নিয়মমাফিক চলে আসলাম বাস্তবতার আরেকটি কবিতা নিয়ে। সেটি হলো -"দৃশ্য অবলোকন"।

pexels-photo-3454071.jpeg
সোর্স

বাস্তব জীবনে মানুষকে প্রতিনিয়ত ছুটতে হয় তার কাজে সকল বাঁধা পেরিয়ে।জীবন মানেই,ঝুঁকি ও হাস্যকর কান্ড ঘটবে।মনে প্রশ্ন নিয়ে মস্তিষ্কে চিন্তা নিয়ে তাই অবিরাম ছুটে চলে মানুষ।আজ আমি বাস্তবকে খুব কাছ থেকে দেখে অনুধাবন করছি।পরিস্থিতি মাঝে মাঝেই এমন সময়ের সামনাসামনি দাঁড় করিয়ে দেয় যেখানে গন্তব্যটাই প্রধান হয়ে উঠে,নিজ জীবন নয়।সবমিলিয়ে বড়োই অদ্ভুত বিষয়গুলি।এই ভাবনা নিয়েই লিখে ফেললাম কয়েকটি লাইন।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে কবিতাটি।তো চলুন শুরু করা যাক-

দৃশ্য অবলোকন

আজ নষ্ট হলো সকালটা
রোজকার ট্রেনলাইনে একই বাহানা
বাসে জনসমুদ্রের ভিড়ে হারিয়ে
ঘামে ভেজা পুরো শরীরে
মানুষের চ্যাংদোলা পরিস্থিতিতে
বাসে বাদরঝোলার দৃশ্য অবলোকনে
এ এক নিদারুণ বাস্তবতা।
দু'চোখ ভরে কঠিন ক্লান্তির মায়া
মস্তিষ্কে তখন হাজারো উদ্ভট চিন্তারা
মনেতে ফুটছে প্রশ্নের বিস্ফোরণ
তবুও গন্তব্যের পথে অবিরত চলন
এ চলার নেই কোনো বিরতি।
শহরের অলিগলি খুবই নিষ্ঠুর
কখনো বা হিসেব মেলানোর ভাঙচুর
সময় মানিয়ে নেয় আমাদের
চঞ্চল মনের আবদারগুলি
কারন পরিস্থিতি বড়োই অদ্ভুত।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

দিদি আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। আপু আপনি ঠিক বলেছেন পরিস্থিতি এমন হয় যে গন্তব্যটাই প্রধান হয়ে উঠে।দৃশ্য অবলোকন"কবিতাটি অসাধারণ। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

কবিতার নামের সাথে অসাধারণ ভাবে মিলে গেছে কবিতার প্রতিটি লাইন। আপনার কবিতাগুলো আমার অনেক অনেক ভালো লাগে। খুবই ভালো ছিলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

শহরের অলিগলি খুবই নিষ্ঠুর
কখনো বা হিসেব মেলানোর ভাঙচুর

বাহ.. এই লাইন দুটো আমার খুব পছন্দ হয়েছে। অনেক ভালো লেখেন আপনি। তবে কবিতার নামটা কিন্তু বেশ সুন্দর।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা,আপনার প্রশংসনীয় মন্তব্যের জন্য।

 2 years ago 

দিদি-ভাই নমস্কার
ঠিক বললেন দিদি মানুষ প্রতিনিয়ত ছুটছে বিভিন্ন ভিন্ন কাজে ৷কত বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত অতিক্রম করে ছুটছে ৷
এই জীবনকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত ছুটছে শুধু একটু ভালো থাকার জন্যই ৷কিন্তু দিন শেষে তবুও কেউ হেরে যায় জীবন যুদ্ধে ৷হয়তো এটাই জীবন ৷
দিদি আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন!!
সত্যি মানুষ সকাল থেকে শুরু করে সময়ের সাথে তাল মিলিয়ে অবিরাম চলছে
ভালো ছিল কবিতাটি দিদি

 2 years ago 

ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য দাদা।

 2 years ago 

সেই চিরচনো দৃশ্য চিরচেনা সেই বিরক্তিকর বিষয় গুলো। কিন্তু সবকিছুই যেন শয়ে গেছে। ঐ সময় মানিয়ে নেয় মানুষকে মেনে নিতে হয়। দারুণ লিখেছেন কবিতা টা দিদি। চমৎকার হয়েছে।।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া,আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে কবিতা লিখেছেন। প্রত্যেকটা লাইন খুব অসাধারণ লাগলো আমার কাছে। আমার কাছে খুব ভালো লাগলো কবিতাটি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপু,আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

প্রতিদিনের আমাদের ছুটে চলতেই হয় বিরতি ছাড়া। আসলেই সব পরিস্থিতে নিজেদের মানিয়ে নিয়ে আমাদের হিসেব না মিললেও বাস্তবতা মেনে নিতে হয়। আপানার লেখার মাধ্যমে এগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন । লেখাটি পড়ে ভাল লাগলো ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।স্বাগতম আপনাকে💐.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you💝.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61710.86
ETH 3388.63
USDT 1.00
SBD 2.50