স্বরচিত কবিতা: "অনুভূতিগুলিই সাক্ষ্য"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।আজ আপনাদের সঙ্গে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
আমার বাংলা ব্লগ এক প্রফুল্ল সত্ত্বা
যেখানে প্রশান্তিরা গুঞ্জন করে,
হৃদয়ের জড়ো ভাষাগুলি ফুটে ওঠে
ফুলের পাপড়ি হয়ে দুলে দুলে।
জোনাক আলোর মতোই পথপ্রদর্শক
আর পিপীলিকার মতোই পথচারীদের
আনাগোনা মিশে যায় রেখার মাঝে।
কিছু ভুল শিখিয়ে দেয়
পথ চলার সঠিক গন্তব্যের রাস্তা,
আর কিছু ভুল শেষ করে দেয়
সুন্দর সম্পর্কগুলি চোরাবালির মতো।
এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে চলা
দেনা-পাওনার হিসেব মিটাতে,
শুরু কিংবা শেষ অগভীর
কেউ মিছে রইয়ে যায় অন্ধবিশ্বাস নিয়ে,
দিন ফুরিয়ে যায় রঙিন খাতা থেকে
চেনা মুখগুলো মিলিয়ে যায়
পথ চলতে চলতেই অজানাদের ভীড়ে
তবে কেনই এত কাহিনী?
কেনই বা এত ঠুকঠুকির লড়াই!
সময় ফুরিয়ে যায়---
তবে দিনশেষে জীবন একটি স্তম্ভেই দাঁড়িয়ে
মাঝের সময়গুলো শুধুই এক বিজ্ঞপ্তি।
দর কষাকষি সেখানে হয় না
ভালো আর খারাপ অনুভূতিগুলিই সাক্ষ্য।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে কিছু চেনা স্মৃতি ঘিরে,চেনা মানুষকে ঘিরে আর আমাদের প্রিয় কমিউনিটিকে কেন্দ্র করে।যেটির সঙ্গে মিশে আছে হাজারো অনুভূতি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
অনুভূতিগুলিই সাক্ষ্য
যেখানে প্রশান্তিরা গুঞ্জন করে,
হৃদয়ের জড়ো ভাষাগুলি ফুটে ওঠে
ফুলের পাপড়ি হয়ে দুলে দুলে।
জোনাক আলোর মতোই পথপ্রদর্শক
আর পিপীলিকার মতোই পথচারীদের
আনাগোনা মিশে যায় রেখার মাঝে।
কিছু ভুল শিখিয়ে দেয়
পথ চলার সঠিক গন্তব্যের রাস্তা,
আর কিছু ভুল শেষ করে দেয়
সুন্দর সম্পর্কগুলি চোরাবালির মতো।
এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে চলা
দেনা-পাওনার হিসেব মিটাতে,
শুরু কিংবা শেষ অগভীর
কেউ মিছে রইয়ে যায় অন্ধবিশ্বাস নিয়ে,
দিন ফুরিয়ে যায় রঙিন খাতা থেকে
চেনা মুখগুলো মিলিয়ে যায়
পথ চলতে চলতেই অজানাদের ভীড়ে
তবে কেনই এত কাহিনী?
কেনই বা এত ঠুকঠুকির লড়াই!
সময় ফুরিয়ে যায়---
তবে দিনশেষে জীবন একটি স্তম্ভেই দাঁড়িয়ে
মাঝের সময়গুলো শুধুই এক বিজ্ঞপ্তি।
দর কষাকষি সেখানে হয় না
ভালো আর খারাপ অনুভূতিগুলিই সাক্ষ্য।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।


