RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৮ এবং ১৫ স্টিম পুরস্কার (Weekly Hangout -8 Report & Prize)
আমি প্রথমেই অশেষ ধন্যবাদ জানাবো রিপোর্ট তৈরিতে অত্যন্ত পারদর্শী এবং নিখুঁত ব্যক্তিত্বকে যিনি সবার প্ৰিয় @hafizullah ভাইয়াকে।আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই রকম নিখুঁতভাবে রিপোর্ট প্রকাশ খুবই কঠিন কাজ।কারণ একজন মানুষ মুভি দেখে রিভিউ করতে অনেক বিষয় বাদ থেকে যায়,কিন্তু কতটা ধৈর্য এবং স্মরণ ও স্মৃতিশক্তি থাকলে hangout শুনে তা মনে রেখে পাই টু পাই তা তুলে ধরে সুন্দর রিপোর্ট তৈরি করা যায় তা একমাত্র @hafizullah ভাইয়াকে দেখলেই অনুধাবন করা যায়।এটি খুবই পরিশ্রমের কাজ যাতে কোথাও কোনো ভুল নেই।হয়তো ভাইয়াকে সামান্য ধন্যবাদ জানালে খুব কম মনে হয় আমার কাছে, তার থেকে বেশি কিছু বলা যায় যার ভাষা আমার কাছে নেই।
এই Hangout-8 রিপোর্টটি আমার কাছে অন্য সাতটি hangout এর থেকে সম্পূর্ণ ব্যাতিক্রম লেগেছে।কারণ এই hangout এর পুরোটা সময় জুড়ে ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।আমি এই hangout এ থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি।প্রথমেই @shuvo35 ভাইয়ার সুন্দর সঞ্চালনায় থাকে ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ বিষয়।যেমন discord এ থাকলে ও কমিউনিটিতে বেশি সময় দিতে হবে অন্যের পোস্টগুলো বেশি বেশি পড়তে হবে।আসলে আমি এটা সহমত পোষণ করি কারণ আমি discord এ থাকার সময়টাতে থাকার চেয়ে কমিউনিটির অন্যের পোস্ট পড়তে বেশি ভালবাসি।যাইহোক এছাড়া শুভ ভাইয়া সকল pinned করা পোস্ট resteem করতে অনুরোধ করেন এছাড়া বাইরের লোকের কথা অযথা শুনতে নিষেধ করে সতর্ক থাকতে বলেন।এর মাঝে @hafizullah ভাইয়া তার মূল্যবান মন্তব্য সম্পর্কে কথা বলেন।এর মধ্যে ভাইয়ার ছোট্ট মেয়ের মিষ্টি কণ্ঠ ও আমরা শুনতে পাই।যেটা আমার কাছে খুব ভালো লেগেছে।এছাড়া শুভ ভাইয়া dm করতে নিষেধ করেন ও @winkles দাদা তার অনুভূতি ব্যক্ত করেন।কিন্তু আমাদের মডারেটর @rex-sumon ভাইয়া উপস্থিত ছিলেন না,অবশ্য @moh.arif ভাইয়া সর্বদা যেকোনো বিষয়ে সকলকে সাহায্য করার কথা বলেন।
অনেকের ব্যক্তিগত প্রশ্নের উত্তর খুব সহজেই বুঝিয়ে দেন এক এক করে আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় @rme দাদা। দাদা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ বিষয় নিয়ে সুন্দর ভাবে বুঝিয়ে দেন।এতে আমি নতুন বিষয় সম্পর্কে জানতে পারি ,আরও জানতে পারি যে এটা একটু ঝুঁকিপূর্ণ।এছাড়া মন্তব্য বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের অনুভূতি প্রকাশ ও গান,কবিতার মাধ্যমে সুন্দর বিনোদন হয়।সর্বদা মডারেটরদের কাছে বেশি জিজ্ঞাসু প্রশ্ন করে জানার ইচ্ছে প্রকাশ করে তাদের সকল নিয়ম মেনে চলতে হবে।
সুতরাং এই hangout টি অন্যান্য hangout -এর তুলনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাই আপনারা যারা hangout -এ উপস্থিত থাকতে পারেননি তারা অবশ্যই এই রিপোর্টটি পড়ে অবগত হবেন।এছাড়া পরবর্তী hangout- এ উপস্থিত থাকার চেষ্টা করবেন।
আবারো অসংখ্য ধন্যবাদ জানাবো @rme দাদা ও @hafizullah ভাইয়াসহ সকল মডারেটর ভাইয়াকে।তার সুন্দর রিপোর্ট প্রকাশে আমরা খুবই উপকৃত হই।ধন্যবাদ সবাইকে।সফলতার সহিত এগিয়ে যাক আমাদের কমিউনিটি।