অসাধারণ কবিতা।এই কবিতাটির মধ্যে কোথাও একটা কবির মনের একাকিত্বকে ফুটিয়ে তোলা হয়েছে।অনেক গভীরতা নিয়ে লেখা প্রতিটি লাইন।মানুষ যখন নিজেকে একা ভাবে নিরিবিলি বসে রাতের নীরবতায় তখন একমাত্র প্রকৃতিই তার সঙ্গী হয়।প্রকৃতির আকাশের চাঁদ,শুকতারা,জোনাকি,ক্ষয়ে যাওয়া জোস্না,নিশাচর পাখি ,দক্ষিনা হাওয়া সবকিছুই কবির মনের কল্পনা হয়ে সান্তনা বাক্য শুনায় একান্ত নীরবে। এভাবেই রাতের পর রাত চলে যায় অলীক কল্পনায়।কবির মন যেন কিছুর জন্য সর্বদা ব্যাকুল হয়ে থাকে এবং এক চাপা কষ্ট বাসা বাঁধে মনে।যেটি শিশির ভেজার সঙ্গে তুলনা করা হয়েছে।এভাবে একটির পর একটা দিন চলে যায়, রাতের পর সকাল হয় ,শুরু হয় দিনের কর্মব্যস্ততা।তবুও ঘুমহীন চোখে কবি প্রহর গোনে কল্পনার মানুষটির জন্য, যে তার একান্তই আপন ।কখনো বা ব্যথিত হৃদয়ে তার কল্পনার নিঃশ্বাস এসে ঝংকার তোলে কবির কানে।ধন্যবাদ দাদা।