You are viewing a single comment's thread from:
RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৫১ (Weekly Hangout Report-51)
50 তম হ্যাংআউট শেষ হয়ে 51 তম হ্যাংআউটও শেষ হয়ে গেল।পথ চলতে চলতে কখন যে এতগুলো হ্যাংআউট শেষ করে ফেলেছি ভেবেই আনন্দ হচ্ছে ভাইয়া।আসলে প্রত্যেকটি হ্যাংআউট নতুনভাবে আমাদের শিক্ষা দেয়।প্রত্যেক হ্যাংআউটে আপনার নতুন নতুন চিন্তাভাবনা উপস্থাপন করা, বড়ো দাদার মূল্যবান বিষয় সম্পর্কে আলোচনা সহ বিভিন্ন মজার বিনোদন যেটি আমাদের শিক্ষা দেওয়ার পাশাপাশি মনকে প্রশান্তি দেয়।তাছাড়া নতুন নতুন কুইজের মাধ্যমে ও আমরা অনেক কিছু জানতে পারছি ।পুরো পরিবার একত্রে হয়ে মত বিনিময় করতে পারছি।
সত্যি বলতে আমি এইবারের পারফিউম প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ও কিছুটা নার্ভাস ফিল করছিলাম।যাইহোক আপনার সুন্দর উপস্থাপনা পড়ে ভালো লাগলো।আমি চেষ্টা করি সকল নিয়ম মেনে চলার ও ভবিষ্যতে ও চেষ্টা করবো।ধন্যবাদ ভাইয়া,ভালো থাকবেন।