You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৭ || by abb-fun
আমি সেই সুগন্ধি হতে চাই
যা তুমি মন ভুলানো শরীরে মাখো।
আমি সেই কলম হতে চাই
যেটা তুমি বুক পকেটে যতনে আগলে রাখো।
আমি তোমার নিঃশ্বাস হতে চাই
যেটার মুক্ত স্বাদ আস্বাদনে
হৃদয় জুড়ে তুমি মেলে দাও বিস্তৃত শুন্যমাঠে।
আমি সেই ফুল হতে চাই
যেটার আকুল গন্ধ উপভোগ করার জন্য
মোহিত হয় হৃদয়ের পিঞ্জর।
আমি সেই অতি-পরিচিতা হতে চাই
যাকে তুমি কল্পনা করো
সকাল হতে সন্ধ্যায় প্রতীক্ষা অবিরত।