You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫

in আমার বাংলা ব্লগ2 years ago

ব্যস্ত সময়গুলো বড্ড সিক্ততায় ভরা
অনুভবে মিশে গেছে তোমারি চেতনা ঘেরা,
তোমার ভাবনাতে কেটে যায় দিন
বেলা-অবেলাতে।

জয়-পরাজয়ের হিসেবে ক্লান্ত সময়,
ভালোবাসা আজ বিস্মৃতির মোহনায়।
শুধু তোমার আর আমার ভাবনাগুলো,
নীল আকাশে মিশে যাক,অদূরের ঠিকানায়।