RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪১
অনুগল্প:
আমি তখন একদম ছোট নই।অনেকদিন পর মাসির ছেলে বেড়াতে এসেছে।বয়সে সে আমার থেকে বড়। তাই মাসির ছেলের সঙ্গে ব্যাট ও বল নিয়ে ক্রিকেট খেলতে লেগে পড়লাম বাড়ির উঠানে।খেলার আগে টস করা হলো ,আমি বলিং এ।তো ঠিকঠাকভাবেই আমি বল করলাম।কিন্তু যখন আমার ব্যাট করার পালা এলো তখন আমার মাসির ছেলে বল করতে লাগলো।দুই তিনটি বল করার পর এমন জোরে বল ছুড়ে মারলো যে সোজা আমার বাম চোখে এসে লাগলো।বলটি ছিল প্রচন্ড শক্ত রবার ডিউসের।আমি ধপাস করে বসে পড়লাম মাটিতে আর কান্না করতে লাগলাম।বাড়ির সবাই ছুটে আসলো তারপর তো কোনো কিছু করেই চোখ থেকে জল পড়া বন্ধ হয় না।চোখ খুলতেই পারছি না ,তার উপর আবার যেমন ব্যথা তেমনি জল ঝরে পড়ছে অঝরে।চোখের নিচে বেশ ফুলে গেল,বিকেলের কয়েক ফোঁটা হোমিওপ্যাথি ঔষুধ খেলাম।দুই-তিনদিন টানা চোখের যন্ত্রনায় ভুগলাম,তখনই ভাবলাম এখন বড় হয়ে গেছি।তাই ক্রিকেট খেলাকে সারাজীবনের মতো ছুটি দিয়ে দিলাম।