RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪৪
অনুগল্প:
ছোটবেলায় বাবা-মায়ের কাছ থেকে সাঁতার কাটা শিখেছি।বাবা পেটের তলায় দুই হাত দিয়ে সাপোর্ট দিত আর আমি হাত পা নাড়িয়ে দাপাদাপি শুরু করতাম।তারপর কখন ইচ্ছে করেই হঠাৎ হাত সরিয়ে নিতেন বাবা যে,আমি টের পেতাম না।টের পেতাম তখন যখন জলের নীচে ডুবে যাওয়ার পর্যায় হতো।আবার কখনো কলাগাছকে সম্বল করে সাঁতার কাটতে শিখেছি।এমনই একদিন খুব গভীর বড় জেঠুর পুকুরে স্নান করতে গেলাম।জেঠুর মেয়ে আর আমি সাঁতার কাটতে কাটতে পুকুরের গভীর জায়গায় গেলাম।যদিও আমি যেতে চাইছিলাম না কিন্তু জেঠুর মেয়ে জোর করে "আয় আয়" বলে নিয়ে গেল।একসময় হাঁফিয়ে গিয়ে পা মাটিতে ফেলতে গিয়ে ডুবে যাওয়ার মতো অবস্থা হলো আমার।জেঠুর মেয়ে কিন্তু ঠিক মাটিতে পা পেতে দাঁড়িয়ে আছে।দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় ওকে ডাকতে লাগলাম ভয় পেয়ে।কিন্তু বেশ কিছু সময় ও মজা নিয়ে তারপর সাঁতার কেটে আমাকে হাত ধরে নিয়ে কম গভীর জায়গায় পা রাখতে বললো।অনেক ভয় পেয়ে ছিলাম সেদিন,হয়তো ডুবে গিয়ে দম ফুড়ুৎ হয়ে যেত সেদিন।তখন বুঝলাম,যেহেতু ওদের পুকুর তাই গভীরতা সম্পর্কে জেনেশুনেই ও আমাকে নিয়ে গিয়েছিল ওখানে।শেষমেষ প্রাণে বেঁচে গেলাম আরকি।