You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১১

in আমার বাংলা ব্লগ2 years ago

হৃদয়ের মধ্যমনিতে তোমার অবস্থান
সযত্নে রেখেছি আমি ভালোবাসার গীত-গান,
সারাদিনের প্রতি মুহূর্ত অবলীলায়
তোমার প্রতিচ্ছবি ভাসে এই আঙ্গিনায়।

তুমি হয়তো গিয়েছ ভুলে
দূর ঠিকানার তেপান্তরে,
তবুও রূপকথার জগৎ থেকে
আমি ফাগুন হৃদয়ের উল্লাসে ভেসে।