You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৮

in আমার বাংলা ব্লগ11 months ago

একযুগ কষ্ট আমার হৃদয়ে বাসা বাঁধে
শুধু ভালোবাসার দীনতায়;
শহরের বদ্ধ ধুলাবালি ছাড়িয়ে
উন্মুক্ত আকাশের নিচে তাই মিশে যাই।
তোমার নাটকীয়তায় আমার আকাঙ্ক্ষার বাসা
ভেঙে যায় উড়ো হাওয়ায়;
ঝড়ো হাওয়ায় সময় চলে যায়
আমার স্বপ্নেরা খেলা করে শুধুই ঘুমন্ত অবস্থায়।।