You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৭৪ |ভালোবাসার কোনো রঙ হলে কি......

in আমার বাংলা ব্লগlast year

আমার মতে ভালোবাসার কোনো রঙ হলে সবুজ রঙ হওয়াই শ্রেয়।কারন ভালোবাসাগুলি সবুজের মতো সতেজ থাকবে সর্বদা আর সবুজ প্রকৃতির মতো উজ্জ্বল থাকবে।।

Sort:  
 last year 

কিন্তু বর্তমানে এরকম খুব কম দেখা যায়। এরকম হলে সবচেয়ে ভালো হতো।

 last year 

বর্তমানে তো শুধু লাল রঙের ভালোবাসা হয়, কখনো খুন -জখম আবার কখনো মনের আঘাতে জর্জরিত ।সেটাও কম রক্তক্ষরণ নয়।

 last year 

এখন ভালবাসার মধ্যে সবুজ প্রকৃতি নেই শুধু আগুন আর আগুন।

 last year 

হুম এইজন্য তো সব পুড়ে ছাই হয়ে যায়, ভালোবাসাগুলি অমর হয়না আর।

 last year 

অনেক সুন্দর বলেছেন দিদি খুব ভালো লাগলো উত্তরটা শুনে। সবুজ মানেই প্রকৃতি সবুজ মানেই সতেজ।

 last year 

ধন্যবাদ দাদা।