You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯২

in আমার বাংলা ব্লগ9 months ago

স্বপ্নগুলো আজ আর কল্পনার জগতে নিয়ে যায় না
ঝাঁঝালো চোখের অকপটে আর ঘুম দেখা দেয় না,
স্বপ্নগুলো আর রাতের গান শোনায় না
পাখির কলকাকলিরাও আজ নিস্তব্ধ, নীরব
দুঃস্বপ্নরা বাসা বাঁধে সেখানে---।
কষ্টগুলি আজ আর ছবি আঁকে না
রংধনুর ছোঁয়ায় মিশে মানসপটে,
চঞ্চলতা আজ কোথায় হারিয়ে
ক্লান্ত হৃদয় আজ যন্ত্রণার সব সীমানা পেরিয়ে।।