You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪২
তুমি হৃদয়ের উদ্ভাসিত আলো,তোমার আলোয়
আমি জ্বলি,
তুমি মনের আবেগ আর স্বপ্নের দিপাঞ্জনার রং-তুলি।
তুমি হৃদয়ের স্মারকলিপি, তুমি চন্দ্রের কোনা,
তুমি অনুভূতির নাম আমার বাংলা ভাষা।।