You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৬
সময়গুলো বদলে যায়
বদলে যায় মায়াবী মুখশ্রীগুলি,
অন্তরের গভীরে থাকা না ফোঁটা বুলিগুলি।
জীবনও বদলে যায়
স্মৃতির ধূসর প্রতিচ্ছবিতে,
বন্ধনের ছিন্নভিন্নতায় বদলের খুনসুটিতে।।