You are viewing a single comment's thread from:

RE: মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৫৮

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG_20251030_171040.jpg

ডিভাইস - poco m2
ফোকাল ল্যান্থ - 27 mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড

বিবরণ: এই ফসলি জমির ফটোগ্রাফিটি আমি আমাদের বাড়ির পিছন দিক থেকে তুলেছি।আসলে আমি ভুলেই গিয়েছিলাম এই মজার প্রতিযোগিতার কথা।কিন্তু সন্ধ্যার আগে মনে পড়তেই ঝটপট ছবিটি ক্যাপচার করলাম।যদিও চারিদিকে নিস্তব্ধ সন্ধ্যার ছায়া নেমে পড়েছে তখন প্রকৃতিতে।আবছা ছায়ায় যতদূর চোখ যায় শুধুই ধান ক্ষেত দেখা যায়।দিগন্ত বিস্তৃত এই ফসলী জমির ধান ক্ষেতটিতে কিছু ধান পাক ধরেছে আবার কিছু ধান এখনো কাঁচা।যেটি বেশ মনোরম এক দৃশ্যের অবতারণা করে।