You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৯
প্রবাহমান সময়ের মাঝে অবরুদ্ধ জীবন
ভাবনারা সব শিথিলতার পথে লীন,
ভালোবাসার অন্তরালে বিষাদময় জীবন
একঘেয়েমি এক বেড়াজালে অবচেতন।
সম্পর্কগুলি পাড়ি জমাচ্ছে অবিশ্বাসে
দূর সীমানা জুড়ে শুধুই ঘোলা বাঁধন,
জীবনের মায়াগুলি উধাও রাজপথের সংগ্রামে
অবসাদের দুনিয়ায় কড়া নাড়ছে মানুষের মন।