You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫৪
স্বপ্নগুলি হারিয়ে যায় ছোট্ট ভুলে
জীবনের কঠিন এই তরঙ্গ জুড়ে,
নীরবতাও হৃদয়ের এক ক্ষত
বাসা বাঁধে কষ্টেরা সুখের দূরত্ব।
হিসেবের কাঠগড়ায় কথার ঝুরি
বিচারের খাতায় সেই ধারা নিরবধি,
বাস্তবতায় বন্দি এই জীবন
রঙিন স্বপ্নেরা ছড়ায় ব্যথাময় মন।।